সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে সকলেই Netflix-এর সঙ্গে পরিচিত। অনেকেই সাবস্ক্রাইব করেছেন। অনেকে আবার সাবস্ক্রিপশন নেবেন বলে ভাবছেন। যারা এখনও ভাবনাচিন্তা করছেন তাঁদের জন্য রয়েছে দুঃসংবাদ। এবার প্ল্যানের দাম বাড়াতে চলেছে Netflix। কবে থেকে গুনতে হবে এই বর্ধিত দাম?
করোনাকালে সিনেমা হল বন্ধ ছিল দীর্ঘদিন। আর সেই সময়েই ওটিটির জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ওটিটি প্ল্যাটফর্মে মজে থাকেন ফাঁকা সময়ে। স্বাভাবিকভাবেই হু হু করে বেড়েছে Netflix-সহ অন্যান্য ওটিটি প্লাটফর্মের গ্রাহক সংস্থা। সূত্রের খবর, এবার নিজেদের প্ল্যানের দাম বাড়াচ্ছে Netflix। জানা গিয়েছে, আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় দাম বাড়ানোর চিন্তাভাবনা চলছে। যা লাগু হবে এবছরের শেষ বা আগামী বছরে। তবে সংস্থার তরফে ভারতের ক্ষেত্রে এমন কিছু হবে কি না, তা জানানো হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল Netflix। সম্প্রতি কোম্পানির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়ে, পাসওয়ার্ড শেয়ার করার মাধ্যমে একসঙ্গে অনেকে নিখরচায় নেটফ্লিক্সের শো-গুলো দেখতে পান। যা সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। যে কোনও ব্যক্তিকে পাসওয়ার্ড দেওয়া রুখতে এবার সেই স্ট্র্যাটেজিই চালু করছে নেটফ্লিক্স। ভারতীয়রাও পড়ছেন তার আওতায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.