Advertisement
Advertisement
National Stock Exchange

ডিপফেক ভিডিওতে স্টক কেনার পরামর্শ! ছড়াচ্ছে বিভ্রান্তি, সতর্ক করল জাতীয় স্টক এক্সচেঞ্জ

প্রযুক্তির অগ্রগতিতে যেমন নানা ধরনের কাজ সহজ হয়ে গিয়েছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণাও।

National Stock Exchange warns of deepfake videos CEO
Published by: Sulaya Singha
  • Posted:April 10, 2024 4:13 pm
  • Updated:April 10, 2024 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির অগ্রগতিতে যেমন নানা ধরনের কাজ সহজ হয়ে গিয়েছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণাও। আর এই প্রতারণার অন্যতম শক্তিশালী হাতিয়ার ডিপফেক প্রযুক্তি। যা দিয়ে মুহূর্তে বদলে দেওয়া যায় একজনের পরিচয়। অভিনেত্রী রশ্মিকা মন্ধানা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ডিপফেকের শিকার প্রত্যেকেই। আর এবার জনসাধারণকে সতর্ক করল জাতীয় স্টক এক্সচেঞ্জও। কারণ এখানেও পড়েছে ডিপফেকের ছায়া।

ঠিক কেন সতর্কবার্তা জারি করা হয়েছে? বুধবার লগ্নিকারীদের উদ্দেশে বলা হয়েছে, সংস্থার সিইও আশিসকুমার চৌহানের কণ্ঠস্বর ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে। আর সেই ভিডিও তুলে ধরে দেওয়া হচ্ছে স্টকের পাঠ। অর্থাৎ কোন স্টক ভালো, কিংবা কোন স্টকে লগ্নি করা উচিত, এসব বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যে শুনে বোঝার উপায় নেই যে তা সিইও-র গলা নয়। ফলে তাঁর গলার উপর বিশ্বাস করে অনেকেরই সেই সব স্টকে লগ্নি করার আগ্রহ তৈরি হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘উলটে ঝুলিয়ে সোজা করা হবে’, ভূপতিনগর ইস্যুতে হুঁশিয়ারি শাহর, তোপ সন্দেশখালি নিয়েও]

কিন্তু এক্সচেঞ্জের তরফে জানানো হয়েছে, তারা এমন কোনও ভিডিও কিংবা অডিও দেখার পরামর্শ দেয়নি। অর্থাৎ পুরোটাই ভুয়ো। আর এই ফাঁদে পা দিয়ে যেন কেউ লগ্নি করে না বসেন। তাহলেই লোকসানের মুখে পড়তে হতে পারে।

তবে এই প্রথম নয়, এর আগেও ডিপফেক ব্যবহার করে স্টক সংক্রান্ত পরামর্শ দেওয়ার ঘটনা শিরোনামে উঠে এসেছিল। গত জানুয়ারিতে এনিয়ে সতর্ক করেছিল আইসিআইসিআই প্রুডেনশিয়াল। এবার জাতীয় স্টক এক্সচেঞ্জও লগ্নিকারীদের আগাম সতর্কবার্তা দিয়ে রাখল।

[আরও পড়ুন: স্বাধীনতা যুদ্ধ, যৌনকর্মীদের রক্তমাখা সংগ্রাম, ট্রেলারে কিস্তিমাত ‘হীরামাণ্ডি’র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement