Advertisement
Advertisement
Online fraud

দিওয়ালিতে অনলাইনে মিষ্টি অর্ডার করাই কাল! আড়াই লক্ষ টাকা খোয়ালেন মহিলা

বেড়েই চলেছে অনলাইন জালিয়াতির ঘটনা।

Mumbai Woman orders sweets online on Diwali, loses Rs 2.5 lakh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 26, 2022 3:07 pm
  • Updated:October 26, 2022 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জালিয়াতির’ ফাঁদ পাতা ‘নেট’ ভুবনে। সত্য়িই কে যে কখন তাতে ধরা পড়ে যাবেন বোঝা দুষ্কর। আলোর উৎসব দিওয়ালি উদযাপিত হচ্ছে দেশজুড়ে। আর সেই উপলক্ষেই অনলাইনে ১ হাজার টাকার মিষ্টি কিনতে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু জালিয়াতির ফাঁদে (Online fraud) পড়ে তাঁকে খোয়াতে হল প্রায় আড়াই লক্ষ টাকা।

ঠিক কী হয়েছিল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ৪৯ বছরের ওই মহিলার নাম পূজা সিং। মুম্বইয়ের (Mumbai) আন্ধেরির বাসিন্দা তিনি। এক অনলাইন খাবার সরবরাহ সংস্থার অ্যাপ থেকে তিনি ১ হাজার টাকার মিষ্টির অর্ডার দিতে যান। কিন্তু কিছুতেই টাকাটি দিতে পারছিলেন না তিনি। এরপর ইন্টারনেট থেকে দোকানদারের ফোন নম্বর জোগাড় করেন ওই মহিলা।

Advertisement

[আরও পড়ুন: ‘ওখানে লুঙ্গি ছাড়া ওদের কিছু নেই’, অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে তালা পড়ল মিঞা মিউজিয়ামে]

এরপর সেই নম্বরে ফোন করতেই অন্য প্রান্ত থেকে তাঁর ক্রেডিট কার্ড ও ওটিপি জানতে চাওয়া হয়। কোনও রকম সন্দেহের অবকাশ না থাকায় মহিলা সেই তথ্য দিয়েও দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কার্যত অসহায় পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। তিনি জানতে পারেন তাঁর ক্রেডিট কার্ড থেকে ২ লক্ষ ৪০ হাজার ৩১০ টাকা কেটে নেওয়া হয়েছে।

কিন্তু সৌভাগ্যবশত শেষ পর্যন্ত হারানো টাকার অধিকাংশটাই ফেরত পেয়ে গিয়েছেন তিনি। জালিয়াতির বিষয়টি বুঝতে পারার পরই দ্রুত তিনি পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে টাকাটা অন্য অ্যাকাউন্টে হস্তান্তরের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ২ লক্ষ ২৭ হাজার ২০৫ টাকা ফেরত পেয়েছেন ওই মহিলা। কিন্তু সকলের এমন সৌভাগ্য হয় না তা নিশ্চিত করে বলা যায়। জেনে নিন এই ধরনের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে।

[আরও পড়ুন: ক্যানসারের আশঙ্কা! ডাভ, ট্রেসেমির মতো শ্যাম্পু বাজার থেকে তুলে নিল ইউনিলিভার]

  • কখনও নিজের ইউপিআই পিন কারও সঙ্গে শেয়ার করবেন না।
  • টাকা দেওয়া বা নেওয়ার সময় সর্বদাই প্ল্যাটফর্মে নিজের ইউপিআই পাসওয়ার্ড দেবেন।
  • কাউকে টাকা পাঠানোর আগে কিংবা কারও থেকে টাকা নেওয়ার আগে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই পদক্ষেপ করুন।
  • কখনও নিজের ইউপিআই সংক্রান্ত তথ্য, ওটিপি অথবা অ্যাকাউন্ট নম্বর কারও সঙ্গে শেয়ার করবেন না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement