সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাথা খারাপ’ হয়ে গিয়েছে চ্যাটজিপিটির। এক প্রশ্ন করলে উত্তর দিচ্ছে অন্য। এমন গুঞ্জনে হইচই নেটপাড়ায়। আর এরই মধ্যে জানা গেল, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বিরাট বদল ঘটতে চলেছে ভারতে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। এবার এআই-এর ক্ষেত্রেও আত্মনির্ভর হতে চলেছে এই দেশ। সৌজন্যে শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)।
ব্যাপারটা ঠিক কী? শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে শীঘ্রই শক্তিশালী এআই টুল আনতে চলেছে আম্বানির সংস্থা রিলায়েন্স। যার পোশাকি নাম হবে ‘হনুমান।’ বজরংবলির নামেই কৃত্রিম মেধার নামকরণ করার নেপথ্যেও রয়েছে বিশেষ কারণ। হনুমানের অসীম ক্ষমতা। শক্তির দিক থেকে তা অন্যদের অনেকটাই পিছনে ফেলে দেয়। রিলায়েন্সের নয়া ভারতজিপিটিও (BharatGPT) তেমনই শক্তিশালী হবে।
টেলিকমের দুনিয়ার বড়সড় পরিবর্তন ঘটিয়েছিল আম্বানির সংস্থা। এই কোম্পানির হাত ধরেই সস্তায় ৪জি পরিষেবা পেয়েছে সাধারণ মানুষ। অল্প মূল্যে হাতে পেয়েছেন স্মার্টফোনও। এবার এআইয়ে জগতেও বিপ্লব ঘটাতে চলেছে এই সংস্থা। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং আইআইটি বম্বের ইঞ্জিনিয়াররা যৌথভাবে এই প্রযুক্তি গড়ে তুলছেন। জানা গিয়েছে, এই ভারতজিপিটি মোট ১১টি ভাষায় কাজ করবে। স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক, আর্থিক থেকে শিক্ষা- সব ক্ষেত্রেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ‘হনুমান’।
এখানেই শেষ নয়, আপনার কথা শুনেই সে টেক্সট টাইপ করে দিতে পারবে। ফলে ইউজারের কাজ আরও কমে যাবে। ইতিমধ্যেই ‘জিও ব্রেনে’ কাজ করতে শুরু করে দিয়েছে হনুমান। ইউজাররা নিজেদের প্রয়োজন মতো এর বেশ কিছু ফিচার সাজিয়ে নিতে পারবেন। স্বাভাবিক ভাবেই এই খবর যে প্রযুক্তিপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.