Advertisement
Advertisement

মাত্র ৮,৯৯৯ টাকায় বাজারে আসছে সুপার স্মার্টফোন

আপাতত কোনও মোবাইল স্টোরে এই ফোনের দেখা না মিললেও আমাজনে দেদার বিক্রি শুরু হয়েছে এই ফোনের৷

Moto G4 Play with 5-inch display, Android 6.0 launched at Rs 8,999
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 9:54 pm
  • Updated:June 4, 2019 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তর হাতের নাগালে এবার সুপারস্টার স্মার্টফোন৷ মাত্র ৮,৯৯৯ টাকায় এবার বাজার কাঁপাতে আসছে Moto G4 Play৷ সম্প্রতি ভারতের বাজারে মুক্তি পেল নয়া এই স্মার্টফোন৷ আপাতত কোনও মোবাইল স্টোরে এই ফোনের দেখা না মিললেও আমাজনে দেদার বিক্রি শুরু হয়েছে এই ফোনের৷

মোটোরোলার নতুন এই ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচারস৷ ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেযুক্ত এই ফোনে রয়েছে ৭২০x১২৮০ রেজোলিউশন৷ সঙ্গে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্ৎজ কোয়ালকম কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর৷ এই হ্যান্ডসেটের ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি, ২ জিবি র‍্যাম৷ পাশাপাশি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল মেমরি ১২৮ জিবি পর্যন্ত৷

Advertisement

২৮০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷

শোনা যাচ্ছে  Xiaomi Redmi 3S Prime ফোনটিকে টেক্কা দিতেই নাকি Moto G4 Play লঞ্চ করেছে মোটোরোলা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement