সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত মানেই রহস্য৷ এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা মণিমুক্তো৷ শহুরে ভারতই হোক কিংবা গ্রামীণ ভারতে, অচেনা অজানা ভারতে নির্বিঘ্নে ঘুরতে হলে চাই কয়েকটি স্মার্টঅ্যাপ যা আপনার বেড়ানোকে তুড়ি মেরে করবে স্মার্ট৷ দেখে নিন স্মার্টফোনে ডাউনলোড করবেন কোন কোন অ্যাপগুলি—
- বেড়ানোর প্ল্যানিংয়ের শুরুতে ডাউনলোড করে নিন আইআরসিটিসি-র অ্যাপ৷ রেলের এই অ্যাপটি সঙ্গে থাকলে যে কোন সময় রেলের বুকিং করা যাবে খুব সহজে৷ তখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটার হ্যাপা পোহাতে হবে না৷ স্মার্টফোনের একটি ক্লিকেই ইচ্ছে মতো বুক করা যাবে টিকিট৷
- অচেনা জায়গা যেতে হলে অনেকেই ঢাউস গাইডবুক সঙ্গে নিয়ে যান৷ কিন্তু ভারি লাগেজের সঙ্গে অত ঢাউস গাইডবুক নিয়ে বেড়াতে যাওয়া সত্যিই হ্যাপার৷ তাই হ্যাপা এড়াতে সঙ্গে রাখুন ট্রিপসোর ইন্ডিয়া ট্রাভেল গাইড৷ নতুন ট্রাভেলস্পটে কোথায় যাবেন খেতে, কোথায় বা শপিং করবেন সবই জানা যাবে খুব সহজে৷ শুধু অনলাইনে নয় অফলাইনেও কাজ করবে অ্যাপটি৷ জানা যাবে জিপিএস তথ্য থেকে আবহাওয়ার রিপোর্ট সবই৷
-
- অচেনা জায়গায় বেড়াতে গেলে কতজন যাবেন, ক’দিন থাকবেন, কোথায় যাবেন, বাজেট কত হবে সব সুষ্ঠভাবে বেড়াতে গেলে হাতে রাখুন মেক মাই ট্রিপ অ্যাপটি৷
- কোন জায়গা কখন বৃষ্টি হবে, ঝড়ের সম্ভাবনা আছে কিনা বা আদ্রতাই বা কত থাকবে জানতে হলে সঙ্গে রাখুন ওয়েদারপ্রো অ্যাপটি৷
- নিত্য নতুন ট্রাভেল স্পটে হোটেলের খরচ কত হবে, বাস বা প্রিপেড ট্যাক্সি ফেয়ার কত হবে, কতই বা ভাড়া হবে ভাড়ার গাড়ির সব জানা যাবে এক ক্লিকে৷ যদি থাকে ক্লিয়ার ট্রিপ অ্যাপ৷
- যদি ট্রেন বা গাড়িতে না গিয়ে বিমানে বেড়াতে যান তবে বিমানভাড়া কত হবে জানতে সঙ্গে রাখুন গোআইবিবো মোবাইল অ্যাপ৷ অ্যাপটি সঙ্গে রাখলে এক নিমেষে জানা যাবে বিমানের যাবতীয় তথ্য৷ অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে, অ্যাপল স্টোরে এবং উইন্ডোজ ফোনে৷
- বাজেট ট্রাভেলের জন্য সঙ্গে রাখুন হেলো ট্রাভেল প্যাকেজেস অ্যাপ৷
-
- শুধু বেড়ালেই তো হল না, পেটপুজো না হলে তো সবই বৃথা৷ আর ভারতের নানা প্রান্তে নানা ধরণের খাবার চেখে দেখতে হলে চাই জোম্যাটো অ্যাপটি৷ অ্যাপের এক ক্লিকে ভূতের রাজার দেওয়া বরের মতো হাতের সামনে হাজির জিভে জল আনা নানা খাবার৷
- যে কোন জায়গার তত্ত্ব তালাশ করতে হাতের কাছে রাখুন কেন্দ্রীয় সরকারের ট্রিপিজেটর অ্যাপটি৷ অ্যাপটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ করবে৷
- অচেনা জায়গায় যেখানে হোটেল অপ্রতুল সেখানে হোমস্টের মাধ্যমে থাকার জন্য হাতের কাছে রাখুন এয়ারবিএনবি অ্যাপটি৷