আইপিএলের টিকিট বিক্রিতে প্রতারণার ফাঁদ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে আইপিএলের (IPL) উন্মাদনায় ভাসছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। প্রতিটি ম্যাচেই হাজার হাজার দর্শক ভিড় জমাচ্ছেন স্টেডিয়ামে। কিন্তু হাজার ওয়াটের আলোর নিচেই জমাট বেঁধে থাকছে অন্ধকার! অনলাইনে টিকিট বিক্রি নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।
আইপিএলের টিকিট বিক্রির প্রতারণা বন্ধ করতে হায়দরাবাদ পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি দুটি জাল ওয়েবসাইট বন্ধ করেছে তারা। এই ওয়েবসাইট দুটি হল, book.myshow-premium.net এবং bookmyshow.cloud। আইপিএলের মূল টিকিট বিক্রয়কারী ওয়েবসাইটের সঙ্গে এই দুটি ওয়েবসাইটের মিল থাকায় অনেকেই বিভ্রান্তির শিকার হচ্ছেন। এমনকী তারা ‘বিশেষ ছাড়’-এর কথা বলে QR code-সহ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করছে। অধিকাংশ ক্ষেত্রেই UPI-এর মাধ্যমে টাকা আদানপ্রদান করা হয়। ফাঁদে পা দিলেই সর্বনাশ!
আপনার সঙ্গেও হতে পারে এই ধরনের প্রতারণা। তাই জেনে নিন আইপিএল ম্যাচের টিকিট কেনার আগে ঠিক কী করবেন? টিকিট কাটার আগে সব সময় সঠিক ওয়েবসাইট থেকে কিনবেন। অফিশিয়াল চ্যানেল থেকে সুরক্ষিত ভাবে টিকিট কিনুন। সমাজমাধ্যমে অনেক ভুয়ো মাধ্যম থেকে টিকিট বিক্রির চেষ্টা করা হয়। সেগুলি সম্পর্কে সতর্ক থাকুন। একমাত্র আইপিএলের অফিশিয়াল টিকিট বিক্রয়কারী সংস্থাই বিশ্বাসযোগ্য। নজর রাখুন হলোগ্রামের দিকে। হলোগ্রাম না মিললেই বুঝে নিতে হবে জাল টিকিট। বিক্রেতার লাইসেন্স আছে কিনা জানুন। যদি তিনি লাইসেন্স দেখাতে দ্বিধা করেন, তবে সাধু সাবধান! বিভিন্ন বিক্রেতার থেকে টিকিটের তুলনামূলক মূল্য যাচাই করে নিন। সস্তার দিকে ছুটবেন না। দেখে নিন টিকিট বাতিল কিংবা টাকা ফেরতের সুযোগ থাকছে কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.