সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা শুরু হয়, তা আসলে একদিন শেষ হবেই। তা মানুষ বা যে কোনও জীবের ক্ষেত্রে যেমন সত্যি, তেমনই সত্যি প্রযুক্তির ক্ষেত্রেও। মাত্র কয়েক বছর আগেও স্কাইপ ছিল ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে একেবারে প্রথম সারিতেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই গুরুত্ব হারায়। স্কাইপও ব্যতিক্রম নয়। এবার জানা গেল, আগামী মে মাসেই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি তেমনই।
নতুন সহস্রাব্দের প্রথম দশকে স্কাইপ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ। কিন্তু বহুদিনই হল স্কাইপের ‘দিন গিয়াছে’। শোনা যাচ্ছে, স্কাইপের একেবারে সাম্প্রতিক সংস্করণের প্রিভিউয়ে একটি লুকনো টেক্সটের স্ট্রিং দেখা যাচ্ছে। সেখানে লেখা ‘মে মাস থেকে আর স্কাইপের পরিষেবা পাওয়া যাবে না। আপনাদের কল ও চ্যাটের জন্য রইল টিমস।’ সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, ‘আপনার বন্ধুদের অনেকেই কিন্তু ইতিমধ্যেই টিমসে চলে গিয়েছে।’
তবে এখনও মাইক্রোসফটের তরফে সরকারি ভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু গত কয়েক মাস ধরেই সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা আর স্কাইপে উৎসাহী নয়। এবার আরও পরিষ্কার, ঘোষণা আলাদা করে করুক বা না করুক, আর স্কাইপকে এগিয়ে নিয়ে যাবে না মাইক্রোসফট।
উল্লেখ্য, ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল স্কাইপ। তারপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। ২০১১ সালে এর মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে। এরপর থেকে টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতে নতুন ফিচার এনেছিল।পাশাপাশি ক্যাপিলট এআইও আত্মপ্রকাশ করে স্কাইপের জনপ্রিয়তার পারদকে ঊর্ধ্বমুখী করতে। কিন্তু কোথায় কী! টিমসের পাশে ক্রমেই টিমটিমে হয়ে গিয়েছে স্কাইপ। এবার সময় হল তার বিদায় নেওয়ার। সংসারের আর পাঁচটা জিনিসের মতো তারও প্রয়োজন ফুরিয়েছে। তবে বিদায় নিলেও এত সংখ্যক ইউজারের স্মৃতিতে তার বাসাটি যে পাকাপাকি ভাবে বানিয়ে যেতে পেরেছে সে, তা হলফ করে বলাই যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.