সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই Xiaomi’s Smarter Living 2022 ইভেন্ট। আর এই ইভেন্টেই নয়া টিভি লঞ্চ করতে চলেছে চিনা সংস্থাটি। সম্প্রতি Xiaomi ইন্ডিয়ার তরফে সেকথাই টুইটে জানানো হয়েছে।
বর্তমানে ভারতে প্রবল জনপ্রিয় শাওমি‘র 4x সিরিজের টিভি। এই মডেলের ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চির টিভি ভারতীয় মার্কেটে খুবই জনপ্রিয়। কিন্তু এবার বাজারে আসছে শাওমির 5x সিরিজের টিভি। শুধু তাই নয়, সংস্থার ইভেন্ট পেজে নয়া টিভির বিশেষত্বগুলো নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। আগামী ২৬ আগস্ট শাওমি রয়েছে Smarter Living 2022 ইভেন্ট। ওই দিন দুপুর ১২টা নাগাদ অনুষ্ঠানটি আয়োজন করা হবে। সেটির মাধ্যমেই লঞ্চ করা হবে 5x সিরিজের টিভিটি। তবে শুধু স্মার্ট টিভি নয়, Mi Band 6 এবং Mi Notebookও লঞ্চ হবে ওই ইভেন্টে।
সংস্থার তরফে জানানো হয়েছে, নয়া Mi TV 5X-এ ফিনিশিং হবে মেটাল বা ধাতুর। এবং তা হবে খুবই সরু আকারের। আগের তুলনায় আরও উন্নত হবে ছবিও। থাকবে লাইট সেন্সর ফিচারও। যা কি না যে কোনও পরিবেশেই ছবির কোয়ালিটিকে আরও সুন্দর এবং ঝকঝকে করে তুলবে। অডিওর ক্ষেত্রে মিলবে ক্লাস লিডিং পাওয়ার ফিচার। যেখানে থাকবে ডলবি পাওয়ার অডিও। এছাড়া এই Mi TV 5X- এ থাকবে প্যাচওয়াল ইন্টারফেস। রয়েছে ফার-ফিল্ড মাইকস, যা কিনা গুগল অ্যাসিট্যান্ট সার্ভিসকে আরও ভাল করবে। আর থাকবে SoC।
Yes, #MiTV5X brings with it the mind-blowing experience of 40W Stereo Speakers 🤯
Simply magnificent 🙌
We mean it when we say #FutureIsSmart 😏
Stay tuned to find out more: https://t.co/tR3tsWCxBs#SmarterLiving2022 pic.twitter.com/kGuBiijtBV— Mi India (@XiaomiIndia) August 21, 2021
অর্থাৎ এখনও পর্যন্ত যা খবর তাতে Xiaomi’s Smarter Living 2022 ইভেন্ট মোট তিনটি প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে- Mi Band 6, Mi Notebook, and Mi TV 5X। তবে নোটবুক কিংবা Mi TV 5X-এর অন্য কোনও মডেল থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.