Advertisement
Advertisement

Breaking News

Mi 10i 5G

ফোন বদলাবেন? নতুন বছরেই দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Mi 10i 5G

চিনে নয়, তৈরি হয়েছে ভারতেই, দাবি সংস্থার।

Mi 10i 5G is lunching today afternoon in India with 5G support | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 4, 2021 11:09 pm
  • Updated:January 4, 2021 11:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোনের বাজারে চিন বিরোধিতা এখন অতীত। রমরমিয়ে বিক্রি হচ্ছে চিনা সংস্থার মোবাইল। তাই ভারতের বাজারে আরও জাঁকিয়ে বসতে নতুন বছরের গোড়াতেই ব্র্যান্ড নিউ ফোন লঞ্চ করছে Xiaomi। দুর্দান্ত সব ফিচারের সঙ্গে সঙ্গে ভারতীয়দের জন্য থাকছে বিশেষ কালার ভ্যারিয়ন্টসও।

৫ জানুয়ারি ভারতের বাজারে আসছে Xiaomi-র Mi 10i 5G। মেড ইন ইন্ডিয়া আবেগকে উসকে দিতে ফোনে থাকছে ‘i’। সংস্থার ভারতী শাখার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈনের দাবি, ফোনে i দেওয়ার অর্থই হল এটি ভারতে তৈরি হয়েছে। বুধবার দুপুর ১২টায় Mi 10 সিরিজের লেটেস্ট মডেলের লঞ্চিং ইভেন্ট শুরু হচ্ছে। দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যে FAU-G’র মুক্তির দিনক্ষণ, গেমের অ্যান্থেম শেয়ার করলেন অক্ষয় কুমার]

বাজারে আসার আগে ফোনের ফিচারগুলোতে একবার চটপট চোখ বুলিয়ে নেবেন নাকি?

  • Snapdragon 750G প্রসেসর।
  • মিলবে 5G সাপোর্ট।
  • 108MP ক্যামেরা, 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।  একটি সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে।
  • শুধু ভারতীয়দের জন্য থাকছে ‘প্যাসিফিক সানরাইজ’ কালার ভ্যারিয়্যান্টস। এছাড়াও আটলান্টিক ব্লু কালারেও মিলবে ফোনটি।
  • octa-core Qualcomm Snapdragon 750G চিপসেট দেওয়া হচ্ছে।
  • অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হচ্ছে Android 11-বেসড কোম্পানির নিজস্ব MIUI 12.5 স্কিন।
  • ফোনে থাকছে 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz
  • 4820mAh ব্যাটারির 33W ফাস্ট চার্জিং।

ফোনটির দামও সাধ্যের মধ্যে। জানা গিয়েছে ৩০ হাজার টাকারও কম দামে মিলবে এই ফোন। কেউ কেউ অবশ্য বলছে ২৭ হাজার টাকারও কম হবে দাম। টেকস্যাভিরা বলছেন, ফিচার আর দামের দিকে থেকে ওয়ানপ্লাস, স্যামসংয়ের একাধিক মডেলকে কুপোকাত করতে তৈরি Mi 10i 5G।

[আরও পড়ুন: বিপাকে ফ্লিপকার্ট ও আমাজন, দুই ই–কমার্স সংস্থার বিরুদ্ধে ইডি–RBI‌’‌কে পদক্ষেপের নির্দেশ কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement