Advertisement
Advertisement

Breaking News

Meta

এবার WhatsApp, ইনস্টাগ্রাম ও ফেসবুকে মিলবে AI চ্যাটবট পরিষেবা, জানুন খুঁটিনাটি

কালের নিয়ম মেনে বাড়ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের জনপ্রিয়তা।

Meta join hands with Microsoft Bing to bring AI chatbot | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 28, 2023 7:38 pm
  • Updated:September 28, 2023 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালের নিয়ম মেনে বাড়ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (AI) জনপ্রিয়তা। যে কোনও প্রশ্নের উত্তর খুঁজতে, এমনকী স্রেফ গল্প করার জন্য এআই চ্যাটবটকে সঙ্গী করছে যুবপ্রজন্ম। আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার এই চ্য়াটবটকে নিজেদের অঙ্গ করে তোলার সিদ্ধান্ত নিয়েছে মেটা। অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশাল প্ল্যাটফর্মগুলিতেও এআই চ্যাটবটের পরিষেবা পাওয়া যাবে।

বুধবার মেটা কানেক্টের ইভেন্টে নিজেই একথা ঘোষণা করেন মেটা (Meta) সিইও মার্ক জুকারবার্গ। তিনি বলেন, “আজ আপনাদের সঙ্গে এআইয়ের পরিচয় করিয়ে দেব। যা অন্যদের সঙ্গে আপনার যোগাযোগ আরও মজবুত করবে। পাশাপাশি আরও বেশি সৃষ্টিশীল এবং প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারবেন আপনি। এই ইভেন্টেই মেটা এআই এবং অন্যান্য এআই ফিচার প্রকাশ্যে আনা হল।”

Advertisement

[আরও পড়ুন: স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হওয়ায় সমালোচনা, মোক্ষম জবাব সৌরভের]

জানা গিয়েছে, মেটা অধীনস্ত এই সোশাল প্ল্যাটফর্মগুলোতে এআই চ্যাটবট পরিষেবা দেওয়ার জন্য মাইক্রোসফট বিংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন জুকারবার্গ। এর ফলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্য়াটফর্মগুলোতে নানা ধরনের প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন ইউজাররা। তাঁদের বার্তা লিখেও সাহায্য করবে এআই। এমনকী ভাষা অনুবাদও করে দেবে অতি অনায়াসে।

ইতিমধ্যেই টেক দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে গুগল বার্ড, ওপেন এআইয়ের চ্যাটজিপিটি। প্রতিযোগিতার বাজারে যাতে পিছিয়ে না পড়তে হয়, তার জন্য এবার মাইক্রোসফট বিংয়ের হাত ধরে কোমর বেঁধে আসরে নেমে পড়ল মেটাও।

[আরও পড়ুন: সৌদি আরবের কাছে হেরে ভারতের স্বপ্নভঙ্গ, জোড়া গোল করে নায়ক রোনাল্ডোর সতীর্থ আলি মারান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement