Advertisement
Advertisement

Breaking News

Meta

টুইটারের পথে হেঁটে ১১ হাজার কর্মী ছাঁটাই ফেসবুক কর্তৃপক্ষের, ‘আমি দুঃখিত’ বললেন জুকারবার্গ

লাগাম টানা হচ্ছে সংস্থার খরচেও।

Meta CEO Mark Zuckerberg Says
Published by: Kishore Ghosh
  • Posted:November 9, 2022 6:30 pm
  • Updated:November 10, 2022 8:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর ছিল টুইটারের (Twitter) পর কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের মালিকাধীন সংস্থা মেটা (Meta)। বাস্তবেও তাই হল। বুধবার ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল মেটা। যা সংস্থার মোট কর্মী সংখ্যার ১৩ শতাংশ। মেটার চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) বুধবার একটি ব্লগ পোস্টে দাবি করেন, সংস্থার উন্নতির জন্যই ঐতিহাসিক কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ। বিশ্বজুড়ে গণছাঁটাইয়ের পর  দুঃখ প্রকাশ করেন জুকারবার্গ।

বিশ্বজুড়ে মেটার (Meta) বিভিন্ন প্ল্যাটফর্মে কর্মী ছিলেন ৮৭ হাজার। এক বছরে কর্মী সংখ্যা বাড়ে ২৮ শতাংশ। চলতি সপ্তাহে সংস্থার কর্মীদের প্রতিটি দিন অফিসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পরেই কানাঘুষো চলছিল, ২৮ বছরের মেটার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের সাক্ষী হতে চলেছে সিলিকন ভ্যালির এই সংস্থা। এর পরেই বুধবারের ঘোষণা। বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত ১১ হাজার কর্মী ছাঁটাইয়ে কথা জানায় মেটা। এই বিষয়ে সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “আমি জানি এটা সকলের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করছি তাঁদের প্রতি, যাঁরা এই সিদ্ধন্তে ফলে প্রভাবিত হবেন।”

Advertisement

[আরও পড়ুন: বেতন চাওয়ার ‘অপরাধে’ কর্মীকে রড দিয়ে মার মালিকের! ভিডিও দেখে হতবাক নেটিজেনরা]

সংস্থা সূত্রে জানা গিয়েছে, ক্ষতিপূরণ হিসাবে ছাঁটাই হওয়া কর্মীদের ১৬ সপ্তাহের বেসিক বেতন দেওয়া হবে। এছাড়াও যত বছর ধরে তাঁরা চাকরি করছেন এই সংস্থায়, সেই প্রতি বছরের দু’সপ্তাহের বেসিক বেতনও তাঁরা পাবেন। ৬ মাসের স্বাস্থ্য বিমা খরচও বহন করবে সংস্থাটি। মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই মুহূর্তে নতুন করে কর্মী নিয়োগের পথে হাঁটবে না মেটা। বরং লাগাম টানা হচ্ছে সংস্থার খরচে।

[আরও পড়ুন: ফাঁকা ঘরে কিশোরীকে একে একে ধর্ষণ ৬ নাবালকের, রেকর্ড হল ভিডিও! চাঞ্চল্য অসমে]

উল্লেখ্য, টুইটারের রাশ হাতে নিয়েই বদলের ইঙ্গিত দিয়েছিলেন এলন মাস্ক (Elon Mask)। বিশ্বজুড়ে কর্মী সংখ্যা কমানো হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। তারপর সংস্থাটির ভারতীয় বংশোদ্ভূত সিইও (CEO) পরাগ আগরওয়ালকে ছেঁটে ‘দিন বদলের’ সূচনা করেন। ভারতেও কর্মী ছাঁটাই শুরু করেছে মাইক্রোব্লগিং সাইটটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement