সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মপ্রকাশ করল বিশ্বের সবথেকে ছোট অথচ পুরোপুরি কার্যকরী মোবাইল ফোন Zanco tiny t1৷ ওজনে একটি কয়েনের চেয়েও হালকা, আকৃতিতে আপনার বুড়ো আঙুলের চেয়েও ছোট৷ মাত্র ১৩ গ্রাম ওজনের এই মোবাইল ফোনটির আকৃতি ৪৬.৭x২১x১২ এমএম৷
এই ফোনের ফিচার কিন্তু আর পাঁচটা সাধারণ ফোনের মতোই৷ এতে ফোন করা, ধরা ও মেসেজ পাঠানো যাবে৷ ০.৪৯ ইঞ্চির ওএলইডি স্ক্রিন রয়েছে এই ফোনে৷ সঙ্গে অ্যালফা-নিউমারিক কি-প্যাড৷ একটি ন্যানো সিমকার্ড সাপোর্ট করবে এই ফোন৷ সংরক্ষণ করে রাখা যাবে ৩০০টি কন্ট্যাক্ট৷ এক একবারে ৫০টি ফোন কল লগ রেকর্ড করা থাকবে৷ ইনবক্সে রাখা যাবে ৫০টি এসএমএস৷
এবার আসা যাক ফোনটির গঠন কাঠামোয়৷ এই ফোনে রয়েছে মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে ৩২ এমবি র্যাম৷ ২০০ এমএইএইচ ব্যাটারি তিনদিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে৷ টকটাইম একটানা তিন ঘণ্টার৷ তবে এটি মূলত টুজি ফোন৷ ব্লুটুথ ও মাইক্রো ইউএসবি সাপোর্ট করলেও ইন্টারনেট সার্ফিং করা যাবে না৷ লাউডস্পিকার ও মাইক তো থাকবেই৷
জানতে ইচ্ছা করছে তো ফোনটির দাম কত? প্রস্তুতকারক সংস্থার ‘সুপার আরলি বার্ড’ অফারে ফোনটি অনলাইনে পাওয়া যাচ্ছে ৩০ ইউরোর বিনিময়ে৷ সংস্থা তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, যাঁরা অল্প কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যেতে চান, কিন্তু সঙ্গে বড় ফোন বহন করতে চান না তাঁদের জন্য Zanco tiny t1 সেরা মাধ্যম হতে পারে যোগাযোগ বজায় রাখার জন্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.