Advertisement
Advertisement
জুম

জুম কলেই ফাঁসির সাজা ঘোষণা, সিঙ্গাপুরের বিচারপ্রক্রিয়ায় নয়া নজির

নিন্দায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।

Man sentenced to death via Zoom call, first for Singapore
Published by: Paramita Paul
  • Posted:May 20, 2020 11:57 am
  • Updated:September 7, 2023 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দাপট রুখতে অর্ধেক বিশ্বে লকডাউন চলছে। স্তব্ধ প্রায় সমস্ত কাজকর্ম। তালা ঝুলেছে আদালতের গেটেও। ফলে বিচারপ্রক্রিয়ার জন্য ভিডিও কনফারেন্সই ভরসা। জুমকলে এক মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিলের সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের বিচারপতি। যা সে দেশের বিচারপ্রক্রিয়ার ইতিহাসে এই প্রথম। তবে ভিডিও কলে ফাঁসির সাজা দেওয়ার নিন্দায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।

২০১১ সালে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মালয়েশিয়ার নাগরিক ৩৭ বছরের পুনাথন জেনাসন। সিঙ্গাপুরে মাদকের চোরাচালানকে চূড়ান্ত অপরাধ হিসাবে গণ্য করা হয়। সেই মামলার শুনানি চলছিল। শুক্রবার জুমকলে শুনানিতে তাঁকে ফাঁসির সাজা দেয়। তবে সেই রায়ের বিরুদ্ধে ফের আপিল করেছেন পুনাথন।

Advertisement

[আরও পড়ুন : ডাক্তার ও নার্সদের সংক্রমণের ঝুঁকি কমাতে নয়া উদ্যোগ, আমরির করোনা ওয়ার্ডে ঘুরছে রোবট]

সিঙ্গাপুর সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বলেন, “পুনাথন জেনসন বনাম সিঙ্গাপুর সরকারের মামলা চলছিল। মাদক পাচার মামলায় শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে ফাঁসির সাজা দেয় বিচারপতি। যা দেশের বিচারপ্রক্রিয়ার ইতিহাসে এই প্রথম।” এদিকে পিনাথনের আইনজীবী পিটার ফের্নান্দো বলেন, “জুম অ্যাপ ব্যবহার করে রায়দানের বিরোধিতা আমি করিনি। কারণ এই মামলায় বাদানুবাদ শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র বিচারপতির রায়দান বাকি ছিল। ফলে এদিন জুম অ্যাপে বিরাপতির রায় স্পষ্টভাবেই শোনা গিয়েছে। ফলে এতে আপত্তি নেই।”

[আরও পড়ুন : বিজ্ঞানের অগ্রগতি! এবার মুখে মাস্ক পরেই খাবার খাওয়া যাবে অনায়াসে]

তবে সিঙ্গাপুরের সু্প্রিম কোর্টের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। এশিয়ার হিউম্যান রাইটস ওয়াচডগের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, “সিঙ্গাপুরের এই মৃত্যুদণ্ডের সাজা অমানবিক। তাও আবার জুম অ্যাপে এভাবে কাউকে মৃত্যুর সাজা শোনানো নিসন্দেহে চূড়ান্ত মর্মান্তিক।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement