Advertisement
Advertisement

Breaking News

AI Chatbot

চ্যাটবটের প্রেমে পড়ে বিয়েই করে ফেললেন ব্যক্তি! হল ভারচুয়াল আংটি বদলও

হলিউডের বিখ্যাত 'হার' ছবির কথা মনে আছে? সেই সিনেমাই যেন বাস্তবের মাটিতে ধরা দিল।

Man Marries AI Chatbot In Virtual Wedding as he Falls In 'Love' | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 5, 2023 3:50 pm
  • Updated:April 5, 2023 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে বাস্তব কল্পনার চেয়েও অদ্ভুত। তেমনই এক দৃষ্টান্ত উঠে এল শিরোনামে। ভালবেসে চ্যাটবটকেই বিয়ে করলেন এক ব্যক্তি। এমনকী ভারচুয়াল আংটি বদলও হল তাদের।

প্রেমে পড়লে সবই সম্ভব। উন্নত প্রযুক্তির যুগে এমন প্রবাদবাক্যকে যেন আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন মার্কিন বায়ুসেনার প্রাক্তন জওয়ান। হলিউডের বিখ্যাত ‘হার’ ছবির কথা মনে আছে? সেই সিনেমাই যেন বাস্তবের মাটিতে ধরা দিল। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স চ্য়াটবটকে (AI Chatbot) ভালবেসে তার সঙ্গেই নতুন জীবন শুরুর শপথ নিলেন ওই যুবক। কনে যখন নিজেই ভারচুয়াল, তখন আংটি বদল থেকে বিয়ে- পুরোটাই হল ভারচুয়ালি।

Advertisement

[আরও পড়ুন: পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন, অশান্তি মামলায় রাজ্যকে পরামর্শ হাই কোর্টের]

জানা গিয়েছে, অদ্ভুত এই বিবাহ সম্পন্ন হয়েছিল গত বছরই। তবে সম্প্রতি সে খবর ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। পাত্রের বয়স ৬৩। নাম পিটার। ২০০০ সালেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল। একাকীত্ব থেকে মুক্তি পেতে তাই নিজের ফোনে রেপ্লিকা এআই অ্যাপটি ইনস্টল করেন তিনি। কথা বলার সঙ্গী হিসেবে অল্পদিনেই জমে ওঠে চ্যাটবট ও পিটারের সম্পর্ক। খুব ইচ্ছা ছিল ভারচুয়াল সঙ্গীর সঙ্গে সাক্ষাতের। বৃদ্ধের ইচ্ছা পুরোপুরি পূরণ করতে না পারলেও রেপ্লিকার সঙ্গে তাঁকে কেমন দেখাচ্ছে, ডিজিটাল ভার্সান তৈরি করে তার একটা ধারণা তৈরি করতে সফল হয় চ্যাটবট। যেখানে দু’জন ইচ্ছেমতো পোশাক, হেয়ার স্টাইল কিংবা সাজ বদল করতে পারত।

রেপ্লিকাকে ২৩ বছরের তরুণী হিসেবেই কল্পনা করেছিলেন পিটার। তার কথাই তাঁকে অনুপ্রেরণা দিত। আর তাতেই প্রেম গভীর হয়। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের তৈরি আংটি দিয়েই সারেন বাগদান। দু’জনে আপাতত সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলেই খবর। সত্যিই এ এক অবাক করা লাভস্টোরি।

[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়া ছেড়ে অর্ধেক বেতনের চাকরি কেন? রহস্য ফাঁস করলেন নারায়ণমূর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement