Advertisement
Advertisement

Breaking News

AliExpress

এমনটাও সম্ভব! অনলাইনে অর্ডার করার ৪ বছর পর জিনিস হাতে পেলেন ক্রেতা!

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে অনন্য অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ওই ব্যক্তি।

Man from Delhi orders product from AliExpress, receives it after 4 years | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:June 24, 2023 1:07 pm
  • Updated:June 24, 2023 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, ততই ডিজিটাল নির্ভরতা বাড়ছে দেশবাসীর। শাক-সবজি থেকে বেডরুমের সরঞ্জাম- বাড়িতে বসে অনলাইনেই এখন অর্ডার দেন ক্রেতারা। সেসব কেনার জন্য আর কষ্ট করে, টাকা খরচ করে কোথাও যেতে হয় না তাঁদের। কিন্তু একটি ওয়েবসাইট থেকে ইলেকট্রনিক ডিভাইস অর্ডার করার পর অভূতপূর্ব ঘটনা ঘটল এক ব্যক্তির সঙ্গে। দিল্লির ওই ব্যক্তি জিনিসটি অর্ডার করার চার বছর পর হাতে পেলেন!

হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হয়েছে। আলিএক্সপ্রেসের (AliExpress) ওয়েবসাইট থেকে একটি পণ্য অর্ডার করেছিলেন দিল্লির এক টেক সংস্থার কর্মী নীতীন আগরওয়াল। বছরটা ছিল ২০১৯ সাল। অর্থাৎ করোনা অতিমারীর আগে জিনিসটি অর্ডার করেছিলেন তিনি। অনলাইন পরিষেবা সংস্থা আলিবাবার অন্তর্গত এই আলিএক্সপ্রেসের থেকে অর্ডার দেওয়া হয়েছিল। মজার বিষয় হল বর্তমানে ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আলিবাবাকে। কিন্তু অর্ডার যেহেতু সংস্থাটি এ দেশে নিষিদ্ধ হওয়ার আগে দেওয়া হয়েছিল, তাই শেষমেশ তা হাতে পেলেন নীতীন। যদিও চার বছর কেটে যাওয়ার পর প্রোডাক্টটি তাঁর কাছে এসে পৌঁছবে, ভাবতেও পারেননি তিনি।

Advertisement

[আরও পড়ুন: বাংলার ‘গেরুয়া’ মন্ত্রীদের মার্কশিট! পাশ না ফেল? দেখছে বিজেপি হাইকমান্ড]

Ali-Express

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে সেই অনন্য অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন নীতীন। তিনি জানান, “কখনও আশা ছাড়তে নেই। আমি এই জিনিসটা আলিএক্সপ্রেস (বর্তমানে যা ভারতে নিষিদ্ধ) থেকে অর্ডার করেছিলাম ২০১৯ সালে। অবশেষে আজ সেটা পেলাম।” কিন্তু ঠিক কী কারণে অর্ডারটি ডেলিভারি হতে এত দেরি হল? সে নিয়ে অবশ্য কোনও ব্যাখ্যা দেয়নি সংস্থা কিংবা ওই ব্যক্তি।

ব্যক্তির পোস্ট দেখে অনেকেই যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই ওই ব্যক্তির উৎসাহের প্রশংসাও করেছেন অনেকে। মজার ছলে বলেছেন, আশা ছাড়েননি বলেই ফল পেয়েছেন নীতীন।

[আরও পড়ুন: ভারতের জাতীয় সংগীত গেয়ে মোদির পা ছুঁয়ে প্রণাম মার্কিন গায়িকার, ভিডিওয় মুগ্ধ নেটদুনিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement