Advertisement
Advertisement

Breaking News

মাঝেরহাট ব্রিজ কাণ্ডে ফেসবুকে ‘মার্ক সেফ’-এর হিড়িক নেটিজেনদের

শহরে ফিরল পোস্তা উড়ালপুল ভাঙার স্মৃতি।

Majherhat Bridge Collapse: Facebook on marked safe option

ছবি: পিন্টু প্রধান

Published by: Sulaya Singha
  • Posted:September 4, 2018 9:03 pm
  • Updated:September 4, 2018 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর আগের সেই সকালটা শহরে ফিরল মঙ্গলবার বিকেলে৷ যে ইতিহাসের পুনরাবৃত্তি কেউই চাননি কখনও৷ চাননি পরিবারের মানুষগুলির জন্য উদ্বিগ্ন হতে, দুশ্চিন্তা করতে৷ কিন্তু মানুষ যা চায়, তা তো সবসময় জোটে না৷ বরং উলটো পরিস্থিতিরই সম্মুখীন হতে হয়৷ বছর দুয়েক আগে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় কান্নার রোল পড়েছিল শহরে৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ৷ ফোনে আত্মীয় পরিজনদের খোঁজ নেওয়ার হিড়িক পড়েছিল৷ ফেসবুকও চালু করেছিল ‘মার্ক সেফ’ অপশন৷ শহরের জন্য সেই অপশন ফের চালু করল ফেসবুক৷

[ব্রিজ কাণ্ডের তদন্ত হওয়া দরকার, ঘটনাস্থলে গিয়ে মন্তব্য রাজ্যপালের]

ব্রিজ ভেঙে পড়ার কিছু আগেই এক ব্যক্তি ওই ব্রিজ পারাপারের সময় সোশ্যাল মিডিয়ায় প্রশাসনকে ব্রিজ সংস্কারের অনুরোধ জানিয়েছিলেন৷ আর কাকতালীয়ভাবে তার কিছুক্ষণ পরই ভেঙে পড়ে শহরের এই অন্যতম ব্যস্ত ব্রিজটি৷ চোখের সামনে ভেসে ওঠে দু’বছর আগের সেই পোস্তার দৃশ্য৷ খিদিরপুর, তারাতলা, একবালপুর, মোমিনপুর, বেহালার বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়ায়৷ শুধু তাই নয়, সেই রাস্তা দিয়ে নিত্যদিনই হাজার হাজার মানুষের যাতায়াত৷ সেই সব পথচারী, যাত্রীদের পরিবারও উদ্বিগ্ন হয়ে পড়েন৷ আর ঠিক এই সময় গতবারের মতো এবারও ‘মার্ক সেফ’টি অপশনটি ফিরল ফেসবুকে৷ এই অপশনের মাধ্যমেই ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের নিরাপদ বলে জানাতে পারছেন অনায়াসে৷ স্বস্তি ফিরছে পরিবারে৷

Advertisement

[কেন ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ? কী বলছেন বিশেষজ্ঞরা?]

শুধু ফেসবুকই নয়, টুইটারেও ট্রেন্ডিং অর্থাৎ দিনের সবচেয়ে বেশি চর্চিত খবর হিসেবে উঠে এসেছে মাঝেরহাট ব্রিজ ভাঙার ঘটনা৷ #KolkataBridgeCollapse ও #Majerhat হ্যাশট্যাগ সহযোগে এই মাইক্রোব্লগিং সাইটে পোস্ট হচ্ছে মাঝেরহাট ব্রিজ ভাঙার বিভিন্ন ছবি ও ভিডিও৷ প্রত্যেককেই সতর্ক করা হচ্ছে ওই এলাকায় না যাওয়ার জন্য৷ ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ চক্ররেল এবং যান চলাচল৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা যাচ্ছে প্রত্যেক মুহূর্তের আপডেট৷ মঙ্গলবার রাতভর চলবে উদ্ধারকাজ৷ তাই বাড়ি ফিরতে বিকল্প পথ ধরার পরামর্শই দিচ্ছেন নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement