করোনা পরবর্তী সময়ে মোবাইলের উপরে নির্ভরশীলতা বেড়ে গিয়েছে। পরিস্থিতির চাপে পরে অনেকেই এখন টেক-স্যাভি হয়েছেন! কেউ আবার পছন্দের জন্য গেজেট ব্যবহার করেন। কেউ আবার বাধ্য হয়েই গেজেট ব্যবহার করেন। নতুন বছরে বাজার কাঁপাবে কোন ফোন, ক্যামেরা, সেই অপেক্ষায় থাকেন অনেকেই। তেইশের সেরা গেজেটস কোনগুলো? দামে কম, মানে ভালো, এরকম কোন ফোন খুশি করেছে ইউজারদের? বছর শেষে তা খুঁজে দেখল সংবাদ প্রতিদিন ডিজিটাল।
১. Xiaomi Redmi 13C 5G
বছরভর বিভিন্ন বাজেটের ফোন এনেছে Xiaomi। এর মধ্যে মধ্যবিত্তের বাজেটের মধ্যে যে ফোনগুলি রয়েছে, তার একটি হল Xiaomi Redmi 13C 5G। চটপট দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লে- ৬.৭৪ ইঞ্চি
প্রসেসর- মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১00+(৬nm)
ব়্যাম- ৪/৬/৮ জিবি, ইন্টারনাল স্টোরেজ- ১২৮/২৫৬ জিবি
ক্যামেরা- ৫০এমপি f/১.৮,২৮mm(ওয়াইড)+০.৮এমপি (অক্সিলারি লেন্স)
ব্যাটারি- ৫০০০ mAh
দাম- ১০,৯৯৯
২. Moto G54
এবছরও একাধিক ফোন বাজারে এনেছে Motorola। তার মধ্যে সস্তায় পুষ্টিকর ফোনগুলোর তালিকায় রয়েছে Moto G54। দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লে- ৬.৫ ইঞ্চি
প্রসেসর- মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০(৬nm)
ব়্যাম- ৮/১২ জিবি, ইন্টারনাল স্টোরেজ- ১২৮/২৫৬ জিবি
ক্যামেরা- ৫০এমপি
ব্যাটারি- ৬০০০ mAh
দাম- ১৩,৯৯৯
৩. Infinix note 30 5G
তেইশে Infinix-এর আনা ফোনগুলোর মধ্যে বাজেট ফ্রেন্ডলি infinix note 30 5G। রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ একাধিক আকর্ষণীয় ফিচার।
ডিসপ্লে- ৬.৭৪ ইঞ্চি
প্রসেসর- মিডিয়াটেক ডায়মেনসিটি ৬০৮০ (৬ nm)
ব়্যাম- ৪/৮ জিবি, ইন্টারনাল স্টোরেজ- ১২৮/২৫৬ জিবি
ক্যামেরা- ১০৮এমপি+ ২ এমপি
ব্যাটারি- ৫০০০ mAh
দাম- ১৪, ৪৯৯
৪. Samsung Galaxy A14 5G
ইদানীংকালে অনেকেরই পছন্দের তালিকার প্রথম দিকেই রয়েছে স্যামসাং। বছরভর বিভিন্ন দামের ফোন বাজারে এনেছে সংস্থাটি। তবে সবার বাজেটের মধ্যে থাকা ফোনগুলোর মধ্যে একটি হল Samsung Galaxy A14 5G।
ডিসপ্লে- ৬.৬ ইঞ্চি
প্রসেসর- এক্সিনস ১৩৩০ (৫nm) SM-A146B মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০(৭nm)
ব়্যাম- ৪/৬/৮ জিবি, ইন্টারনাল স্টোরেজ- ৬৪/১২৮/২৫৬ জিবি
ক্যামেরা- ৫০ এমপি+ ২ এমপি + ২ এমপি
ব্যাটারি- ৫০০০ mAh
দাম- ১২, ৯৯৮ (থেকে শুরু)
৫. OnePlus Nord CE 3 5G
একটা সময় পর্যন্ত ওয়ান প্লাস ছিল মধ্যবিত্তের নাগালের বাইরে। তবে গত কয়েকবছরে ছবিটা অনেকটাই বদলেছে। বাজেট ফ্রেন্ডলি ফোন এনেছে ওয়ানপ্লাস। সেই তালিকায় রয়েছে OnePlus Nord CE 3 5G। জেনে নিন ফোনের স্পেসিফিকেশন।
ডিসপ্লে- ৬.৭ ইঞ্চি
প্রসেসর- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২G
ব়্যাম- ৮/১২ জিবি, ইন্টারনাল স্টোরেজ- ১২৮/২৫৬ জিবি
ক্যামেরা- ৫০ এমপি+ ৮ এমপি + ২ এমপি
ব্যাটারি- ৫০০০ mAh
দাম- ২৪,৯৯৯ (থেকে শুরু)
৬. iPhone 15
প্রতিবছর সেপ্টেম্বরে নতুন ফোন লঞ্চ করে অ্যাপেল। তেইশেও তার অন্যথা হয়নি। এবছর বাজারে এসেছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro max। তার মধ্যে সবচেয়ে সস্তা iPhone 15। দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লে- ৬.১ ইঞ্চি
প্রসেসর- অ্যাপল বায়োনিক ১৬(৪nm)
ব়্যাম- ৬ জিবি, ইন্টারনাল স্টোরেজ- ১২৮/২৫৬/৫১২ জিবি
ক্যামেরা- ৪৮ এমপি+ ১২ এমপি
ব্যাটারি- ৩৩৪৯ mAh
দাম- ৭৪,৯০০ (থেকে শুরু)
7. Action camera (go pro 12)
এখন অনেকেই সোশাল মিডিয়াকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ভিডিও তৈরি করে তা ইউটিউব বা ফেসবুকে আপলোড করে মোটা টাকা উপার্জন করেন অনেকেই। কেউ কেউ শুধুমাত্র ঘুরতে যাওয়ার ভিডিও করেন। কেউ আবার খাওয়াদাওয়া বা সাজগোজের। জনপ্রিয়তা অর্জন করার প্রধান শর্ত হল, ঝকঝকে ভিডিও। যার জন্য অত্যন্ত প্রয়োজন ভালো ক্যামেরা। বর্তমান সময়ে অধিকাংশ ব্লগারই অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন। আপনার বাজেট যদি একটু বেশি হয় সেক্ষেত্রে এবছরে বাজারে আসা Hero Go pro 12 সেরা। দাম শুরু ৪৫ হাজার টাকা থেকে।
৮. Gimbal
ব্লগার বা ইউটিউবারদের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি গেজেট হল গিম্বল। ক্যামেরাকে যে কোনও অ্যাঙ্গেলে, যে কোনওভাবে ব্যবহারের জন্য গিম্বল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বহন করাও সহজ। তাই সেরা গেজেটগুলোর মধ্যে একটি অবশ্যই গিম্বল। তবে আপনি যদি ব্লগার হয়ে থাকেন বা ভবিষ্যতে ভিডিও করার পরিকল্পনা থাকে, তাহলে Insta360 Flow গিম্বল ব্যবহার করে দেখতে পারেন।
9. Smart Watch
সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে প্রযুক্তির ব্যবহার। অনেকেই এখন স্মার্টওয়াচ ব্যবহার করেন। বহু কোম্পানির স্মার্টওয়াচ বাজার কাঁপাচ্ছে। সেরাগুলোর মধ্যে একটি NoiseFit Diva Smart Watch। একবার চার্জ দিলে টানা ৪ দিন ব্যবহার করতে পারবেন। রয়েছে কলিং ফিচারও।
10. Earbud
বর্তমানে প্রায় সকলেই ইয়ারবাড ব্যবহার করেন। ইয়ারবাড কানে দিয়ে ট্রেনে-বাসে-পথে যাতায়াত করেন অনেকেই। বছরভর বিভিন্ন সংস্থা বহু ইয়ারবাড বাজারে এনেছে। মধ্যবিত্তের জন্য দামে কম, মানে ভালো ইয়ারবাডটি হল, realme buds air 5 pro। এর দাম ৪,৯৯৯ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.