Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

cVIGIL অ্যাপে ভুরি ভুরি ‘ভুয়ো’ অভিযোগ ভোটারদের, সত্যতা খুঁজতে গিয়ে হয়রান কমিশনের প্রতিনিধিরা

এখনও পর্যন্ত cVIGIL অ্যাপে মোট ১৮৪টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। কটা সত্যি? কতগুলোই বা ভুয়ো?

Lok Sabha Election 2024: Most of the complaints by the voters' through cVIGIL App are proved to be fake
Published by: Sucheta Sengupta
  • Posted:April 6, 2024 6:22 pm
  • Updated:April 6, 2024 6:22 pm  

সৌরভ মাজি, বর্ধমান: আসছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ভোটাররাই সেখানে সবচেয়ে বড় শক্তি। আর তাই তাঁদের সুবিধা, অসুবিধা জানতে সি ভিজিল (cVIGIL)অ্যাপ চালু করা হয়েছে। সেখানে কেউ নিজের সেলফি (Selfie) পোস্ট করে অভিযোগ করেছেন, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শনের। কেউ আবার ফাঁকা মাঠের ছবি দিয়ে গোলমালের কথা জানাচ্ছেন। কেউ আবার বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের (Advertise) হোর্ডিংয়ের ছবি পাঠিয়ে অভিযোগ করেছেন, সরকারি প্রকল্পের বিজ্ঞাপনের হোর্ডিং খোলা হয়নি বলে। পূর্ব বর্ধমান জেলায় এই সব অভিযোগ সরেজমিন খতিয়ে দেখতে হয়রান হতে হচ্ছে কমিশনের কর্মী, আধিকারিকদের।

সাধারণ মানুষের নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা সিভিজিল অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনকে (Election Commission of India) জানানোর সুযোগ পান। মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে অভিযোগ জানানো যায়। সেই অভিযোগ সংক্রান্ত প্রামাণ্য হিসেবে ছবি বা ভিডিও আপলোড করতে হয়। তার পর সেই অভিযোগ, নির্বাচন কমিশন খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করে। চাইলে অভিযোগকারী নিজের পরিচয় গোপন করে (অ্যানোনিমাস হিসেব) cVIGIL অ্যাপে অভিযোগ জানাতে পারেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মূলত ৯ ধরনের অভিযোগ করা যায় এই অ্যাপের মাধ্যমে। সেগুলি হল – বিনামূল্যে উপহার বিতরণ, পেড নিউজ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য, সম্পদ বিকৃতি, অর্থ বিতরণ, ভোটারদের পরিবহণ, ভয় দেখানো, অস্ত্র প্রদর্শন এবং মদ ও মাদকদ্রব্য বিতরণ সংক্রান্ত।

Advertisement

[আরও পড়ুন: ব্রাজিল সুন্দরীর সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান! শাহরুখপুত্রকে উড়ন্ত চুমু ‘ওগো বিদেশিনী’র]

পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার শুক্রবার জানান, এখনও পর্যন্ত cVIGIL অ্যাপে মোট ১৮৪টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। তার মধ্যে ১৪৮টি অভিযোগের ফয়সালা করা হয়েছে। বাকি ৩৬টি অভিযোগ ‘ফেক’ (Fake)বা ভুয়ো বলে বাতিল করা হয়েছে বলে জেলাশাসক জানান। এছাড়া টোল ফ্রি নম্বরে ফোনে ১৩৫টি অভিযোগ এসেছিল। সবগুলিরই ফয়সালা করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সিভিজিল অ্যাপে আসা যে ৩৬টি অভিযোগ বাতিল করা হয়েছে তার কয়েকটি নির্বাচন সংক্রান্ত নয়। একটি অভিযোগ ছিল বর্ধমানের বাদামতলা এলাকা থেকে। জনৈক অভিযোগ করেছিলেন, আগ্নেয়াস্ত্র প্রদর্শনের। কিন্তু প্রামাণ্য ছবি হিসেবে তিনি নিজের সেলফি আপলোড করেছিলেন। স্বাভাবিক কারণে এই অভিযোগ বাতিল করা হয়েছে।

[আরও পড়ুন: মা কাজল শান্তিনিকেতনে শুটিংয়ে ব্যস্ত, দিদা তনুজাকে সামলাচ্ছে যুগ! সুশিক্ষাকে কুর্নিশ নেটপাড়ার]

কাটোয়া (Katwa) মহকুমা এলাকা থেকে এই অ্যাপে আসা একটি অভিযোগে বলা হয়েছিল, সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং খোলা হয়নি বলে। সেখানে একটি ছবি আপলোড করেন অভিযোগকারী। cVIGIL অ্যাপের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সরেজমিন তদন্তে যান। গিয়ে দেখেন, একটা হোর্ডিং রয়েছে গাছে, কিন্তু সেটি সরকারি প্রকল্পের নয়। আবার একটি অভিযোগে গোলমাল হচ্ছে বলে অভিযোগ করা হয়। সেখানে লোকেশন দেওয়া হয়। সেই অনুযায়ী, কমিশনের লোকজন গিয়ে দেখেন সেটি ফাঁকা মাঠ। কোনও লোকালয় আশেপাশে নেই। একইভাবে ফাঁকা মাঠের ছবি আপলোড করেও একই ধরনের অভিযোগ আসে। সেগুলি সব বাতিল করা হয়। সংশ্লিষ্ট অভিযোগকারীকেও তা জানিয়ে দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement