Advertisement
Advertisement
Chandrayaan 3 soft landing

সবচেয়ে বেশি ভিউয়ের নজির চন্দ্রযান ৩-এর লাইভ স্ট্রিমের, ইসরোকে শুভেচ্ছা YouTube কর্তার

কত মানুষ দেখেছেন এই লাইভ স্ট্রিম?

Live Streaming of Chandrayaan 3 soft landing sets the record of most view, YouTube congratulates ISRO | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 14, 2023 6:57 pm
  • Updated:September 14, 2023 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমিং দেখেছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ। ইউটিউবের (YouTube) সবচেয়ে বেশি দেখা লাইভ স্ট্রিম হিসাবে নজির গড়েছে চন্দ্রযানের এই ভিডিও। নয়া রেকর্ড গড়ার পরে ইসরোকে (ISRO) শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউবের প্রধান নীল মোহন। চন্দ্রযানের এই কৃতিত্ব এক কথায় অবিশ্বাস্য বলেই অভিহিত করেছেন তিনি। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারত। সফলভাবে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান ৩।

বৃহস্পতিবার সকালে টুইট করেন ইউটিউবের প্রধান নীল মোহন। তিনিই জানান, চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিম দেখেছেন অন্তত ৮০ লক্ষ মানুষ। ইউটিউবের ইতিহাসে কোনও লাইভ স্ট্রিমের ভিডিও এত বেশি মানুষ দেখেননি। লাইভ ভিডিও হিসাবে ইউটিউবে ইতিহাস গড়েছে চন্দ্রযান ৩। এই বিষয়টি তুলে ধরে ইসরোর সমস্ত কর্মী ও বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউব প্রধান। ‘চন্দ্রযান-৩এর এই সাফল্য একেবারে অবিশ্বাস্য’, এক্স প্ল্যাটফর্মে লেখেন নীল।

Advertisement

[আরও পড়ুন: বিনাশকালে বুদ্ধিনাশ! CEC বিল নিয়ে বিরোধিতার ঝড় তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর]

চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমের বেশ কয়েকটি ঝলক নিয়ে বিশেষ একটি ভিডিও তৈরি করেছে ইউটিউব। ১৬ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ করেই শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউবের প্রধান। লাইভ স্ট্রিমের শুরুতে বিজ্ঞানীদের টেনশন থেকে শুরু করে সফট ল্যান্ডিংয়ের পরে সকলের উল্লাস- সমস্ত দৃশ্যই ধরা পড়েছে ইউটিউবের এই ভিডিওতে।

২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রেখেছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে নেমেছিল সে। যা ভারতের মহাকাশ গবেষণায় যুগান্তকারী সাফল্য। এর পর সে নির্বিঘ্নে কাজও করেছে প্রজ্ঞানের সঙ্গে জোট বেঁধে। পাঠিয়েছে বহু অজানা তথ্য। নির্দিষ্ট সময়ের পর চাঁদের মাটিতে নিদ্রা গিয়েছে ল্যান্ডার, রোভার দুটিই।

[আরও পড়ুন: পুত্রবধূকে ‘ধর্ষণ’ শ্বশুরের, ‘তুমি এখন আমার আম্মি’, দাবি করে স্ত্রীকে বাড়িছাড়া করলেন যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement