সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Android Nougat 7.0 নিয়ে বরাবরই স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে৷ এবার এলজি আনতে চলেছে এই বিশেষ অপারেটিং সিস্টেমে তৈরি তাদের প্রথম ফোন LG V20৷
নয়া এই অপারেটিং সিস্টেম নিয়ে প্রত্যাশা অনেকটাই৷ এই অপারেটিং সিস্টেমে মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে একটা নতুন উচ্চতায় পৌঁছনো যাবেই বলে বিশ্বাস ব্যবহারকারীদের৷ কেননা এটিতে একটি অ্যাপ বন্ধ না করেই পৌঁছনো যাবে অন্য অ্যাপে৷ এছাড়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লিয়ার করার জন্য আলাদা অপশনও থাকবে৷ ফলে স্মার্টফোনের হ্যাং হওয়ার যে সমস্যা তা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে৷ এই অপারেটিং সিস্টেমেই আসতে চলেছে এলজি-র নয়া এই স্মার্টফোন৷
LG V10-এর ঘরানা মেনেই আসছে এই নয়া স্মার্টফোন৷ ফিচার মোটামুটি এক থাকলেও অপারেটিং সিস্টেম অনুযায়ী এই ফোনকে প্রযুক্তিগতভাবে আরও বেশি আধুনিক করে তোলা হয়েছে৷ সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে সান ফ্রান্সিসকোতে লঞ্চ করার পরের সপ্তাহেই ফোনটি পাওয়া যাবে ভারতের বাজারেও৷ তাই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হাতে এই ফোন পাওয়ার সম্ভাবনা প্রবল৷
ইতিমধ্যেই নয়া ফোনের বিভিন্ন ফিচার পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে৷ ওয়াইড লেন্স অ্যাঙ্গেলে ডুয়াল রিয়ার ক্যামেরা-সহ ফোনের ডিসপ্লেকেও করে তোলা হয়েছে অত্যাধুনিক৷ এছাড়া আরও বেশ কিছু ইউনিক ফিচার আছে এই ফোনে৷ নয়া ফোনকে বাজারে জনপ্রিয় করে তুলতে কোমর বেঁধেই নামছে সংস্থা৷ এখনই তাই সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করতে নারাজ তারা৷ ৬ সেপ্টেম্বর ফোনটি লঞ্চ হওয়ার পরই জানা যাবে ভারতের বাজারে কতটা জনপ্রিয়তা পেতে পারে ফোনটি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.