Advertisement
Advertisement
LG X

দেশের বাজারে ডুয়াল স্ক্রিনের LG X Screen

এই ফোনে রয়েছে ডুয়াল স্ক্রিন, অথচ দাম এত কম!

LG X Screen India launch on July 18: Know all about the smartphone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 8:54 pm
  • Updated:June 4, 2019 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দেশের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে এলজি-র নতুন এক্স স্ক্রিন স্মার্টফোন৷ চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমবার সর্বসমক্ষে এসেছিল মডেলটি৷ মার্চ থেকে আন্তর্জাতিক স্তরে বিক্রি শুরু হয়েছিল৷ সোমবার এই মডেলটি ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে৷

বাজেট স্মার্টফোনের বাজারে শক্ত ভিত গড়তে ভারতে এর আগে ‘কে’ সিরিজের স্মার্টফোন নিয়ে এসেছে এলজি৷ সেই তালিকায় সোমবার থেকে জুড়তে চলেছে এক্স স্ক্রিন মডেলের নামও৷

Advertisement

LG-X

এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট হল এর ডুয়াল স্ক্রিন৷ ৪.৯৩ ইঞ্চির মূল ডিসপ্লে এইচডি রেজোলিউশনের, সঙ্গে রয়েছে আরেকটি ছোট সেকেন্ডারি স্ক্রিন৷ এই দ্বিতীয় স্ক্রিনে দেখা যাবে নোটিফিকেশন৷ কোনও অ্যাপ না খুলেই স্রেফ আঙুলের ছোঁয়ায় ‘চেক’ করা যাবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার৷ এই সেকেন্ডারি ডিসপ্লেটি ১.৭৬ ইঞ্চির৷ রেজোলিউশন ৫২০x৮০ পিক্সেল৷

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর সমৃদ্ধ নয়া ফোনটির র‍্যাম ২ জিবির৷ ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ ১২০ গ্রাম ওজনের এই ফোনের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ ২৩০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের স্ট্যান্ডবাই টাইম ১২০ ঘণ্টা বলে দাবি প্রস্তুকারক সংস্থার৷ সূত্রের খবর, এক্স স্ক্রিনের দাম ১২, ৯৯৯ টাকা৷

LG

ফোর-জি এলটিই মডেলের এই স্মার্টফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ ব্ল্যাক, হোয়াইট ও পিঙ্ক-গোল্ড রঙের তিনটি মডেল বাজারে আসতে চলেছে৷

কীভাবে কাজ করবে দুটি স্ক্রিন, দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement