Advertisement
Advertisement

Breaking News

Lenovo Phab 2 Pro

৪ ক্যামেরা বিশিষ্ট ৬.৪ ইঞ্চির স্মার্টফোন Lenovo Phab 2 Pro

লেনোভো ফ্যাব ২ প্রো স্পোর্টস মডেলে রয়েছে ৬.৪ ইঞ্চির এইপিএস ডিসপ্লে

Lenovo Phab 2 Pro 'Tango' Smartphone With 4 Cameras, 6.4-Inch Display
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2016 7:27 pm
  • Updated:June 6, 2019 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লেনোভো টেক ওয়ার্ল্ড ২০১৬ মেগা ইভেন্টে সংস্থার সিইও প্রকাশ্যে আনলেন প্রথম ‘প্রোজেক্ট ট্যাঙ্গো’ স্মার্টফোন। গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আনা হয়েছে এই সর্বাধুনিক স্মার্টফোনটি।

ফোনটির পোশাকি নাম ফ্যাব ২ প্রো। ইউজারকে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটির (AR ও VR) দুর্দান্ত অভিজ্ঞতা দেবে নয়া স্মার্টফোনটি, দাবি প্রস্তুতকারক সংস্থার। সেপ্টেম্বর থেকে বাজারে ফোনটির বিক্রি করা শুরু হবে অনলাইন স্টোর মারফত। স্পোর্টস মডেলের দাম মার্কিন ডলারে ৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা। তবে দাম শুরু হচ্ছে ২০ হাজার টাকা থেকে।

Advertisement

লেনোভো ও গুগলের যৌথ উদ্যোগে এই প্রথমবার স্মার্টফোনে ‘প্রোজেক্ট ট্যাঙ্গো’ কনসেপ্ট এল। ফোনের ক্যামেরা ও সেন্সর একজন ইউজারকে সম্পূর্ণ থ্রি-ডি অভিজ্ঞতা দিতে পারবে বলে দাবি লেনোভোর। নেভিগেশন বা গেমিংয়ের সময় অগমেন্টেড রিয়্যালিটির আস্বাদ দেবে নয়া ফোন। সহজ করে বললে, মাঠে যেভাবে হাত-পা নাড়িয়ে, ছুটে টেনিস বা ক্রিকেট খেলতে হয়- সেই একই স্বাদ পাবেন বাড়িতে বসেই। আপনার gesture tracking করে এই ফোন আপনাকে প্লে-স্টেশনের কায়দায় গেমস খেলতে সাহায্য করবে।

এর পাশাপাশি লেনোভো ফ্যাব ২ প্রো স্পোর্টস মডেলে রয়েছে ৬.৪ ইঞ্চির এইপিএস ডিসপ্লে। রয়েছে মোট ৪টি ক্যামেরা, যার মধ্যে রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্টে পাবেন ৮ এমপি। রয়েছে একটি মোশন সেন্সিং ক্যামেরা ও একটি ডেপথ সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা। ৪ জিবি র‍্যাম ও অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ফ্যাব ২ প্রো-কে বাকিদের চেয়ে বেশ কয়েক কদম এগিয়ে রাখবে। মিউজিকের জন্য রয়েছে ডলবি অডিও ৫.১ ক্যাপচার টেকনোলজি। লেনোভো জানিয়েছে, শুধুমাত্র এই ফোনটির জন্য ২৫টি অ্যাপস তৈরি করেছে তারা। চলতি বছরের শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ১০০-তে।

lenevo

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement