Advertisement
Advertisement
Lenovo Vibe K5

৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর-সহ Lenovo Vibe K5

এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল এলইডি যুক্ত রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা পাবেন৷

Lenovo launches Vibe K5 with 5-inch HD display, octa-core processor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 13, 2016 6:09 pm
  • Updated:June 4, 2019 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতে লঞ্চ করল লেনোভোর ফোর-জি স্মার্টফোন ভাইব কে ৫৷ ২২ জুন থেকে ফোনটি মিলবে ই-কমার্স সাইট অ্যামাজনে৷ ওইদিন দুপুর একটা থেকে ‘রেজিস্ট্রেশন’ শুরু হবে৷

এবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভাইব কে ৫ মডেলটি প্রকাশ্যে নিয়ে আসে সংস্থা৷ একইসঙ্গে প্রদর্শিত হয় লেনোভো ভাইব কে ৫ প্লাস মডেলটিও৷ তবে প্লাস মডেলটি গত মার্চ থেকেই বিক্রি হচ্ছিল, দাম ৮, ৪৯৯ টাকা৷ তার থেকে বেশ অনেকটাই কম দাম ভাইব কে ৫ মডেলটির৷ ভারতীয় মুদ্রায় মডেলটির দাম ৬, ৯৯৯ টাকা৷

Advertisement

এবার আসা যাক মডেলটির স্পেসিফিকেশনে৷ অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ বেসড লেনোভো ভাইব কে ৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে৷ ১.৪ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর, সঙ্গে ২ জিবি র‍্যাম৷ ইনবিল্ট ১৬ জিবি স্টোরেজ, মেমোরি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷

এবার আসা যাক ক্যামেরার কথায়৷ এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল এলইডি যুক্ত রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা পাবেন৷ ফোর-জি সাপোর্টেড এই ফোন, পাবেন ডুয়াল সিম সাপোর্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement