ছবি: কলকাতা পুলিশের সোশাল মিডিয়া পেজ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি রাগ করেও দেখেছি, চুপ থেকেও দেখেছি। শান্তি শুধু গালি দেওয়ায়।’ ‘ভালোবাসা পেয়েও দেখেছি, অবহেলা পেয়েও দেখেছি, শান্তি শুধু স্যালারি পাওয়ায়।’ সোশাল মিডিয়ায় এখন ভাইরাল এই সংলাপ। আর এবার এই ভাইরাল সংলাপকেই জনসচেতনতার হাতিয়ার হিসেবে কাজে লাগাল কলকাতা পুলিশ। অভিনব কায়দায় গাড়ির চালক এবং যাত্রীদের সতর্ক করা হল।
সাইবার অপরাধ থেকে পথ সচেতনতা, নানা বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে কখনও সিনেমার ডায়লগ তো কখনও খেলার দুনিয়ার নানা ভাইরাল দৃশ্যকে কাজে লাগিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে মজার মজার পোস্টার বানিয়ে মাঝেমধ্যেই আপলোড করতে দেখা যায়। জনপ্রিয় গান থেকে নাম করা ছবির দৃশ্যের সঙ্গে নিজেদের বার্তা জড়িয়ে দেওয়া হয় সেখানে। এবার নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সংলাপকেই ব্যবহার করা হল।
ভারচুয়াল দেওয়ালে চোখ রেখে যাঁরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান, তাঁদের কাছে এই সংলাপ বেশ চেনা। অনেকেই শেয়ার করেছেন, তাঁরা কী কী করেছেন এবং তাঁদের শান্তি শুধু কোন বিষয়ে। এবার সেই ধাঁচেই একটি পোস্ট করেছে কলকাতা পুলিশ। লিখেছে, “আমি ভুড়ি কমানোর বেল্ট পরেও দেখেছি, কসরত করার সময়েও বেল্ট পরে দেখেছি, শান্তি শুধু সিটবেল্ট পরে।”
#RoadSafety #SeatBelt #followtrafficrules #CarSeatBelt #WearASeatBelt #DriveSafely #safetyfirst #SafeDriveSaveLife pic.twitter.com/ZvaGHFru34
— Kolkata Police (@KolkataPolice) March 20, 2024
অর্থাৎ গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা যে কতখানি জরুরি, সেটাই মজার ছলে বুঝিয়েছে কলকাতা পুলিশ। যা নিয়ে এখন সোশাল মিডিয়ায় রীতিমতো চর্চা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.