ছবি: প্রতীকী।
অর্ণব আইচ: বায়োমেট্রিক তথ্য চুরি করে মুহূর্তে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। আর এই প্রতারণার শিকার হচ্ছেন যুবক-যুবতী থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলেই। আর অ্যাকাউন্ট ফাঁকা করতে না প্রয়োজন হচ্ছে কোনও OTP-র না কোনও এটিএম কার্ড। আধারের বায়োমেট্রিক হাতে এলেই কেল্লাফতে। এই পরিস্থিতিতে কীভাবে এড়াবেন বিপদ? আর বিপদ যদি ঘটেই যায় কীভাবে মোকাবিলা করবেন পরিস্থিতির? কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। যেখানে স্পষ্ট করা হয়েছে, কী করবেন, কী করবেন না।
এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে গোটা দেশে প্রতারণা চালাচ্ছে হ্যাকাররা। এই পদ্ধতিতে খুব সহজে কেবলমাত্র ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপের মাধ্যমে আধার কার্ডের সহযোগিতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া সম্ভব। অ্যাকাউন্ট সাফ রুখতে দ্রুত মোবাইলে এম আধার অ্যাপ ইনস্টল করে বায়োমেট্রিক লক করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
AEPS-এর মাধ্যমে প্রতারণা হলে কী করবেন?
AEPS প্রতারণা আটকাতে কী করবেন না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.