Advertisement
Advertisement

Breaking News

Aadhaar

আপনার আধার কেউ ব্যবহার করছে না তো? বুঝবেন কী করে

জেনে নিয়ে সতর্ক হোন।

Know if someone's using your Aadhaar

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:November 16, 2024 2:40 pm
  • Updated:November 16, 2024 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দিন বেড়েই চলছে অনলাইন জালিয়াতি। প্রতারক বা জালিয়াতদের খপ্পরে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। সুরক্ষিত নয় আপনার আধার কার্ডও! হয়তো অজান্তেই সেই আধার নম্বরের অপব্যবহার হচ্ছে। কী করে জানবেন তেমন কিছু হচ্ছে? জেনে নিয়ে সতর্ক থাকুন।

প্রথমে myAadhaar পোর্টালে যান।

Advertisement

সেখানে নিজের আধার নম্বর, ক্যাপচা কোড লিখে ক্লিক করুন ‘লগইন উইথ ওটিপি’তে।

এর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। যা দিলে আপনি নিজের অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবেন।

এবার সেখানে গিয়ে ‘অথেন্টিকেশন হিস্ট্রি’তে গিয়ে যে সময়কালের মধ্যবর্তী সময়টি সম্পর্কে জানতে চান সেই তারিখ বেছে নিন।

এবার পুরো তালিকাটি খতিয়ে দেখে বুঝতে পারবেন কোনও অপরিচিত বা সন্দেহজনক লেনদেন হয়েছে কিনা। যদি কোনও বিষয়ে আপনার মনে সন্দেহের উদ্রেক হয় তাহলে UIDAI-তে রিপোর্ট করুন।

কীভাবে রিপোর্ট করবেন

১৯৪৭। এটাই UIDAI-র টোল ফ্রি হেল্পলাইন। ইমেলেও পাঠাতে পারেন। [email protected] এই আইডিতে রিপোর্ট পাঠান।

কীভাবে আধার বায়োমেট্রিক্স লক করবেন

প্রথমে UIDAI ওয়েবসাইটে যান।

সেখানে গিয়ে লক/আনলক আধার সেকশনে ক্লিক করুন।

গাইডলাইন পড়ে নিয়ে পেজে দেওয়া নির্দেশাবলী মেনে প্রয়োজনীয় তথ্য দিন। নিজের ভার্চুয়াল আইডি, নাম, পিন কোড ও ক্যাপচা কোড দিন।

সেখান থেকে ‘সেন্ড ওটিপি’তে ক্লিক করে পাসওয়ার্ড দিন।

এবার বায়োমেট্রিক্স লক করে দিন ওটিপি ব্যবহার করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement