Advertisement
Advertisement

জানেন, কীভাবে বিনামূল্যে নেটফ্লিক্সে দেখতে পারেন রাধিকার ‘ঘাউল’?

অহেতুক প্রলোভন নয়, খাঁটি সত্যি৷

Know how to watch Ghoul web series online on Netflix for free
Published by: Sulaya Singha
  • Posted:August 25, 2018 3:21 pm
  • Updated:August 25, 2018 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাস্ট স্টোরিস’ থেকে ‘সেক্রেড গেমস’৷ নেটফ্লিক্স মানেই রাধিকা আপ্তেকে দেখার কৌতূহল৷ সে কৌতূহল আরও একটু বেড়েছে নয়া ওয়েব সিরিজ ‘ঘাউল’ মুক্তির পর৷ ফের অন্য রূপে ধরা দেবেন অভিনেত্রী৷ কিন্তু সমস্যা হল, মাসের শেষে নেটফ্লিক্স সাবস্ক্রাইব করার সামর্থ আপনার ফুরিয়েছে৷ কিংবা খুব বেশি ওয়েব সিরিজের ভক্ত আপনি নন৷ নেহাত রাধিকা আপ্তেকে দেখার ইচ্ছায় ভর করেই সাবস্ক্রিপশনের কথা ভেবেছেন৷ কিন্তু পকেট অনুমতি দিচ্ছে না৷ তাহলে শুনুন৷ টাকা খরচ করতে না চাইলেও সে ইচ্ছা পূরণ হবে৷ বিনামূল্যে দেখতে পারবেন হরর ওয়েব সিরিজ ‘ঘাউল’৷ অহেতুক প্রলোভন নয়, খাঁটি সত্যি৷

[মুক্তির দু’দিনেই লক্ষাধিক ভিউ ‘হইচই আনলিমিটেড’ টিজারের, কী বললেন দেব?]

পরিচালক প্যাট্রিক গ্রাহামের ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে শুক্রবার৷ রাধিকা আপ্তের সঙ্গে দেখা যাবে মানব কউলকে৷ ছোট্ট সিরিজের তিনটি পর্ব এখানে দেখা যাচ্ছে নেটফ্লিক্সে৷ কিন্তু আপনি সে সুখ থেকে বঞ্চিত৷ কারণ আপনার তো নেটফ্লিক্স সাবস্ক্রাইবই করা নেই৷ দুঃখ করবেন না৷ বিনামূল্যে কীভাবে ঘাউল দেখবেন, তার পথ বাতলে দেওয়া হচ্ছে৷ না, এ প্রতিবেদন পাইরেসিকে প্রশ্রয় দেয় না৷ অন্য ওয়েবসাইট থেকে এপিসোড চুরি করায় উৎসাহও দেয় না৷ বরং সম্পূর্ণ আইনি পথে নেটফ্লিক্সেই কীভাবে বিনামূল্য বাজিমাত করতে পারেন, সেটাই জানানো হচ্ছে৷

Advertisement

আপনি যদি নেটফ্লিক্সের নতুন ইউজার হন, তবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম আপনাকে একমাসের ফ্রি ট্রায়াল পরিষেবা দেবে৷ অর্থাৎ একমাস বিনামূল্যে নেটফ্লিক্স দেখুন৷ পছন্দ হলে সাবস্ক্রাইব করুন৷ আপনার কাছে পেমেন্টের জন্য বিস্তারিত তথ্য চাওয়া হবে৷ রেজিস্টার করলেও একমাসের জন্য কোনও অর্থ দিতে হবে না৷ আর ট্রায়ালের মেয়াদ ফুরানোর আগেই যদি সাবস্ক্রিপশন বাতিল করে দেন, তাহলেই বিনামূল্যে ইচ্ছাপূরণ হবে আপনার৷ তবে মনে রাখবেন, একই ইমেলের মাধ্যমে কিন্তু আপনি দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে পারবেন না৷ নেটফ্লিক্সে নতুন করে রেজিস্টার করতে হলে লাগবে নতুন ইমেল আইডি৷ এবার জেনে নিন একমাসের ফ্রি ট্রায়াল কীভাবে পাবেন?

[জনপ্রতিনিধিদের রেটিং দিতে এবার বাজারে এল ‘নেতা’ অ্যাপ]

Netflix.com-এ গিয়ে ‘জয়েন ফ্রি ফর আ মান্থ’ অপশনে ক্লিক করুন৷ সেখানে ইউজারদের তিনটি প্ল্যানের তথ্য দেওয়া হবে৷ নিজের ডেটা বুঝে যে কোনও একটি প্ল্যান বেছে নিন৷ এরপর আপনাকে একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট খুলতে বলা হবে৷ ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন৷ এবার ডেবিট ও ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দিন৷ এরপর ক্লিক করুন স্টার্ট মেম্বারশিপ অপশনে৷ ব্যস কাজ শেষ৷ এবার একমাসের মধ্যে দেখে ফেলুন ঘাউল ও রাধিকা আপ্তেকে৷ তবে মনে করে মাস শেষ হওয়ার আগেই সাবস্ক্রাইব বাতিল করুন৷ তাহলেই টাকার কোনও প্রশ্নই উঠছে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement