সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি বাড়িতে উড়ুক জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ তেরঙ্গা সেলফি তুলে আপলোড করুন। গত বছরই দেশবাসীকে এই আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবারও ১৫ আগস্টের আগে দেশপ্রেম ‘উসকে’ দিলেন তিনি। প্রত্যেক ঘরে তেরঙ্গা ওড়ানোর ডাক দিলেন মোদি। সেই সঙ্গে তাঁর আরজি, শুধু বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোই নয়, তার ছবি আপলোড করে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে শামিল হোন আপনিও। harghartiranga.com ওয়েবসাইটে নিজের স্বাধীনতা দিবস স্পেশ্যাল ছবি আপলোড করে ইতিহাস রচনায় অঙ্গীকারবদ্ধ হতেই পারেন।
আগামী কাল, অর্থাৎ ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তেরঙ্গা’ (#HarGharTiranga) কর্মসূচি পালন করতে বলেছেন প্রধানমন্ত্রী। দেশ স্বাধীনের বিশেষ দিনে ঐক্যের বার্তা দিতেই এই আহ্বান। আপনিও যদি এই কর্মসূচিতে অংশ নিতে চান, তাহলে চটপট জেনে নিন কীভাবে আপলোড করবেন তেরঙ্গা সেলফি।
ব্যস আপনার কাজ শেষ। তবে ছবি আপলোড করার পর এই ওয়েবসাইটে ছবি দেখতে না পেলেও নিশ্চিত থাকুন যে ১৬ আগস্ট সকাল ৮টা থেকে তা দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.