Advertisement
Advertisement
Threads

কীভাবে অ্যাকাউন্ট খুলবেন টুইটার ‘শত্রু’ Threads অ্যাপে? রইল খুঁটিনাটি

এখনই ব্যবহার করে দেখুন ইনস্টাগ্রামের নতুন এই অ্যাপ।

Know how to creat account in Meta's Twitter Rival 'Threads' | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 6, 2023 7:33 pm
  • Updated:July 6, 2023 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে আত্মপ্রকাশ করেছে ইনস্টাগ্রামের থ্রেড। যা নাকি টুইটারের প্রতিদ্বন্দ্বী বলেই শোনা যাচ্ছে প্রথম থেকেই। কিন্তু জানেন কীভাবে ব্যবহার করতে হবে এই অ্যাপ?

বর্তমানে কমবেশি সকলেই স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় সরগড়। নতুন অ্যাপ্লিকেশন নিয়ে সকলের মনেই কৌতুহল থাকে প্রবল। থ্রেডের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তার কারণ, প্রথম থেকেই বলা হয়েছে এই অ্যাপ নাকি টুইটারের প্রতিদ্বন্দ্বী। ফলে সকলের আগ্রহ একটু বেশিই। জেনে নিন কীভাবে অ্যাকাউন্ট করবেন থ্রেড-এ। 

Advertisement

[আরও পড়ুন: অনলাইন স্ক্যামে ৩৭ লক্ষ টাকা খোয়ালেন MBA ডিগ্রিধারী যুবতী! সতর্ক থাকুন আপনিও]

১. এই অ্যাপ ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্টেড। ফলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। প্রথমে খুলতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে থ্রেড অ্যাপ।

২. থ্রেড অ্যাপটি ওপেন করলেই দেখতে পাবেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে ক্লিক করলেই একটি পেজ খুলবে। যাতে দিতে হবে আপনার নাম, বায়ো ও লিংক। যদি চান ইনস্টাগ্রাম থেকেও তথ্য ইমপোর্ট করার অপশন বেছে নিতে পারেন এক্ষেত্রে।

৩.এরপরই আসবে ‘কনটিনিউ’ অপশন।

[আরও পড়ুন: টুইটারের ‘শত্রু’ অ্যাপ নিয়ে হাজির ইনস্টাগ্রাম, কী কী সুবিধা মিলবে? জানুন খুঁটিনাটি]

৪. প্রোফাইলটি প্রাইফেট নাকি পাবলিক হবে, তা সিলেক্ট করতে হবে। বেছে নিতে হবে ফলোয়িংয়ের তালিকা ইনস্টাগ্রামের মতোই থাকবে নাকি কাউকে যোগ বা কাউকে বিয়োগ করা হবে।

৫. ব্যাস কেল্লাফতে, এরপরই খুলে যাবে অ্যাকাউন্টটি। যা দেখতে অনেকটাই টুইটারের মতো। থ্রেড অ্যাকাউন্ট তৈরির পর আপনার ইনস্টাগ্রামে ঢুকলে প্রোফাইল ছবির নিচে দেখা যাবে থ্রেডের লোগো। সেখানে ক্লিক করলেই সরাসরি পৌঁছে যাবেন নতুন এই অ্যাপে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement