Advertisement
Advertisement

Breaking News

Kiara Advani

চন্দ্রযান থেকে কিয়ারা! ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কাদের?

কোন কোন ভারতীয় সিনেমা রইল এবারের তালিকার শীর্ষে?

Kiara Advani is the most 'Googled' person in 2023 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 11, 2023 8:25 pm
  • Updated:December 11, 2023 10:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান জগতে মুশকিল আসানের আরেক নাম গুগল। যেখানেই হোঁচট, সেখানেই ত্রাতার অবতারে গুগল সার্চ ইঞ্জিন। আর ঘটনা বহুল চলতি বছরে বার বারই এই সার্চ ইঞ্জিনের শরণাপন্ন হয়েছে আমজনতা। ২০২৩ সালে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি সার্চ করা হল? কোন সেলেবদের নিয়েই বা কৌতূহল ছিল তুঙ্গে? কোন কোন শব্দের মানে জানার আগ্রহ ছিল সবচেয়ে বেশি? বছরশেষে প্রকাশ্যে এল সেই তথ্য।

চলতি বছরই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কিয়ারা। জনপ্রিয় অভিনেত্রীর সাজগোজ থেকে লাভ লাইফের খুঁটিনাটি জানতে অনুরাগীদের আগ্রহ ছিল প্রবল। তাই অভিনেতাদের পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে সার্চ শীর্ষে ছিলেন কিয়ারাই। তাঁর পরই রয়েছেন শুভমান গিল। বিশ্বকাপ থেকে আইপিএল, এশিয়া কাপ-সহ নানা টুর্নামেন্টে নজরে ছিলেন ভারতীয় ওপেনার। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সারা বছর চর্চা চলেছে তরুণ তারকাকে নিয়ে। শুভমানের প্রেমকাহিনি জানতে উৎসাহের ঘাটতি ছিল না এতটুকু। কখনও অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছে শুভমানের তো কখনও শোনা গিয়েছে, শচীনকন্যা সারা তেণ্ডুলকরের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। সেসব জানতেই এই খোঁজাখুঁজি আর কী!

Advertisement

[আরও পড়ুন: ভয়ংকর কাণ্ড বজবজ লোকালে, শিয়ালদহে ট্রেন থেকে উদ্ধার বাক্সবন্দি বিষাক্ত সাপ!]

এদিকে যে সিনেমাগুলি গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার প্রথম তিনেই রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এই তালিকায় দশম স্থানে রয়েছে ‘পাঠান’। এছাড়াও গদর ২, টাইগার ৩, দ্য কেরালা স্টোরির মতো ভারতীয় ছবিগুলি নিয়ে ছিল বিশেষ কৌতূহল।

চলতি বছর ইজরায়েল-গাজা সংঘর্ষ নিয়েও প্রচুর প্রশ্ন জেগেছে আমজনতার মনে। যার উত্তর পেতে দেদার গুগল সার্চ করা হয়েছে। এছাড়াও সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প, লিওনেল মেসি, হলিউড ছবি ওপেনহেইমার, চন্দ্রযান ৩, চ্যাটজিপিটির মতো বিষয়গুলি বেশি পরিমাণ সার্চ করা হয়েছে গুগলে।

[আরও পড়ুন: হাই কোর্টে মামলা খারিজ, বিচারপতির সমালোচনায় সরব তৃণমূল পুরপ্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement