Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

হোয়াটসঅ্যাপে প্রলোভনের ফাঁদ! বিনিয়োগের ‘টোপ’ গিলে ৪ কোটি খোয়ালেন যুবক

ভুল লিঙ্কে ক্লিক করাই হল কাল।

Kerala man loses Rs 4 crore after downloading an app from WhatsApp
Published by: Biswadip Dey
  • Posted:December 11, 2024 4:10 pm
  • Updated:December 11, 2024 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতির ‘ফাঁদ পাতা’ সাইবার ‘ভুবনে,. কে কোথা ধরা পড়ে, কে জানে।’ কয়েকদিন আগেই সিবিআই জানিয়েছে, অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ১১৭ কোটি টাকা খুইয়েছেন নেটিজেনরা। এরই মধ্যে হোয়াটসঅ্যাপে একটি ‘জাল’ অ্যাপ ডাউনলোড করে ৪ কোটিরও বেশি টাকা খোয়ালেন কেরলের এক ব্যক্তি।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, ৪৫ বছরের ওই ব্যক্তি রাজ্যের ত্রিপুনিথুরার বাসিন্দা। তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানে টোপ দেওয়া হয় সহজে বিনিয়োগে বিপুল রিটার্নের। এমন ‘টোপ’ তিনি গিলেও ফেলেন। মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ফেলেন একটি অ্যাপ। তার পর সেখানে বিনিয়োগ করা শুরু করে দেন। ২৬ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যবর্তী প্রায় আড়াই মাস ধরে চলছিল বিনিয়োগ। কিন্তু লভ্যাংশের অর্থ কিছুই পাননি তিনি। অনেক চেষ্টা করেও একটি টাকাও তোলা সম্ভব হয়নি তাঁর পক্ষে। আর তখনই সন্দেহ হতে থাকে আক্রান্ত যুবকের। তিনি দ্রুত সাইবার পুলিশের দ্বারস্থ হন। দায়ের করেন এফআইআর। ধরা পড়ে, এই দীর্ঘ সময় ধরে সাইবার প্রতারণার শিকার হয়েছেন ওই ব্যক্তি।

Advertisement

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর তার পরই সিবিআইয়ের আধিকারিকরা রীতিমতো চমকে যান। জানা যায়, একই রকমভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। সব মিলিয়ে প্রতারণার অঙ্কটা ১১৭ কোটি টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। সব মিলিয়ে ৩ হাজারেরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রয়েছে সিবিআইয়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement