Advertisement
Advertisement

Breaking News

smartphone

ফের ধামাকা! এবার ১০ হাজারেরও কম দামে 5G স্মার্টফোন আনছে JIO

কবে বাজারে আসছে সস্তার স্মার্টফোন?

Jio to launch new 5G smartphone under Rs 10,000 | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 28, 2024 4:07 pm
  • Updated:February 28, 2024 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও আর অফার যেন সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের মুখে হাসি ফোটাতে মাঝেমধ্যেই নানা ধরনের অফার ঘোষণা করে থাকে মুকেশ আম্বানির সংস্থা। কখনও সস্তার রিচার্জ, কখনও নিখরচায় OTT সাবস্ক্রিপশন, তো কখনও স্বল্প মূল্যের স্মার্টফোন এনে তাক লাগিয়ে দিয়েছে জিও (JIO)। এবার তাদের নয়া চমক 5G স্মার্টফোন। তাও আবার ১০ হাজার টাকারও কমে। অর্থাৎ জলের দরে আমজনতার হাতে ৫জি স্মার্টফোন তুলে দেবে জিও।

ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, শীঘ্রই ১০ হাজারের নিচে কোয়ালকম পাওয়ার্ড স্মার্টফোন আনবে তারা। দেশে ২জি পরিষেবা থেকে একলাফে ৪জি-তে রূপান্তরের কারিগর ছিল জিও। কার্যত নিখরচায় পরিষেবা পৌঁছে দিয়ে বহু গ্রাহক অন্য কানেকশন ছেড়ে জিওতে নাম লিখিয়েছিলেন। এবার সেই সংস্থাই সস্তায় ৫জি স্মার্টফোন বিক্রির পথে এগোচ্ছে। ফলে আরও একবার বড় সাফল্য মিলবে বলেই আশাবাদী আম্বানির কোম্পানি।

Advertisement

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের পর প্রথম কাশ্মীর সফর মোদির! লোকসভা নির্বাচনই ‘পাখির চোখ’]

বর্তমানে দেশের বেশ কিছু শহরে ৫জি পরিষেবা পৌঁছে গিয়েছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত ৫জি পরিষেবা পেতে অতিরিক্ত খরচ করতে হয়। তাই কোয়ালকমের তরফে জানানো হয়েছে, এদেশের মোবাইল ইউজারদের কথা মাথায় রেখেই স্মার্টফোন তৈরি করা হচ্ছে। এর ফলে তুলনামূলক স্বল্প খরচে ৫জি পরিষেবা পাবেন তাঁরা।

কোয়ালকমের তরফে এক আধিকারিকের আরও দাবি, যাঁরা এখনও ২জি ব্যবহার করেন, তাঁরাও সরাসরি ৫জি সাপোর্টেড স্মার্টফোন ইউজার হয়ে যেতে পারবেন। যদিও ১০ হাজার টাকার কম মূল্যের স্মার্টফোন বাজারে ঠিক কতদিন পর আসবে, তা এখনও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: ‘ঠাকুরপো মোমো খাবে?’ রাতবিরেতে পড়শি বউদির ডাকে ‘সাড়া’ দিয়ে চরম পরিণতি যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement