Advertisement
Advertisement

চলে এসেছে জিও ফাইবার, বেছে নিন সুবিধামতো প্ল্যান

একসঙ্গে ছ’টি আকর্ষণীয় প্ল্যান নিয়ে এল রিলায়্যান্স জিও৷

JIO FIBER NOW AVAILABLE FOR COMMERCIAL USE,
Published by: Tanujit Das
  • Posted:September 6, 2019 7:56 pm
  • Updated:September 6, 2019 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বঘোষণা মতোই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে জিও ফাইবারের পথ চলা৷ আর প্রতিশ্রুতি মতোই এক রিজার্জে গ্রাহকদের ঘরে এবার কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে জিও৷ সংস্থার দাবি এতে একদিকে যেমন গ্রাহকদের খরচ কমবে৷ তেমন একমুখী পরিষেবার ফলে গ্রাহকদের সুবিধাও হবে৷

[ আরও পড়ুন: ফেসবুক থেকে চুরি প্রায় ৪২ লক্ষ ফোন নম্বর, আপনারটা নিরাপদ তো? ]

Advertisement

জানা গিয়েছে, একসঙ্গে ১৬০০ শহরে এই ফাইবার পরিষেবা চালু করছে রিলায়্যান্স জিও। এই পরিষেবায়  ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে মাসিক প্ল্যান৷ সবচেয়ে কম খরচের প্ল্যানে ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা৷ একটু খরচ করলেই সেই গতি পৌঁছে যাবে ১ জিবিপিএসে। কোনও গ্রাহক জিও ফাইবার পরিষেবায় অন্তর্ভুক্ত হলে ভয়েস কলের বিভিন্ন সুবিধাও নিখরচায় ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে, জিও গিগা ফাইবারের অন্তর্গত জিও হোম ফোন পরিষেবায় বিনামূল্যে করা যাবে লোকাল ও এসটিডি কল৷ কেবলমাত্র আন্তর্জাতিক কলের জন্য নেওয়া হবে যৎসামান্য টাকা৷ আগামিদিনে আল্ট্রা হাই স্পিড ব্রডব্যান্ড-সহ বিনামূল্যে ভয়েস কলিং, ইন্টারনেট, ভিডিও কলিং, হোম নেটওয়ার্কিং, কেবল টিভি দেখার পরিষেবা দেবে জিও ফাইবার৷

[ আরও পড়ুন: হিন্দুবিদ্বেষ ছড়াচ্ছে, নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের শিব সেনা নেতার ]

এক নজরে দেখে নেওয়া যাক জিও ফাইবারের মনকাড়া প্ল্যানগুলি:

৬৯৯ টাকা: এই প্ল্যানে গ্রাহক পাবেন ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (১০০ জিবি+৫০ জিবি অতিরিক্ত) পরিষেবা৷ জিও সিনেমা, জিও সাভান ব্যবহারের সুবিধা৷ এছাড়া পাবেন ভয়েস কলিং, টিভি ভিডিও কলিং, গেমিং, কন্টেন্ট শেয়ারিংয়ের সুযোগ।

৮৪৯ টাকা: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ১০০ এমবিপিএস স্পিড আনলিমিটেড ইন্টারনেট (২০০ জিবি+২০০ জিবি অতিরিক্ত) পরিষেবা৷ পাশাপাশি থাকছে ওটিটি অ্যাপ ব্যবহারের সুবিধা। বাকি সমস্তটাই থাকবে ৬৯৯-এর মতো৷

এছাড়া, ১২৯৯ টাকায় রয়েছে জিও ফাইবার গোল্ড প্ল্যান৷ ২৪৯৯ টাকায় জিও ফাইবার ডায়মন্ড প্ল্যান৷ ৩৯৯৯ টাকায় জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যান৷ এবং ৮৪৯৯ টাকায় জিও ফাইবার টায়টেনিয়াম প্ল্যান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement