Advertisement
Advertisement

Breaking News

Mann ki baat

‘রিয়েল টাইম’ তর্জমা! সব ভাষায় মোদির মনের কথা অনুবাদের পথে আইএসআই

২২টি আঞ্চলিক ভাষায় সরাসরি সম্প্রচার হবে মোদির ‘মনের কথা’।

ISI will translate PM Modi's Mann ki baat speech in real time

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:March 24, 2025 1:38 pm
  • Updated:March 24, 2025 1:44 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে ‘মনের কথা’ খুলে বলবেন। আর তার সরাসরি সম্প্রচারের সময় দেশের সব আঞ্চলিক ভাষায় তাকে অনুবাদ করে দিতে হবে। সরাসরি, তক্ষুনি। একেবারে ‘রিয়েল টাইম’। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নির্দেশ। চব্বিশের আগে সেটা হয়নি। এটা ২০২৫। ইন্ডিয়ান স্ট‌্যাটিস্টিক‌্যাল ইনস্টিটিউট (আইএসআই) যে গতিতে এ নিয়ে কাজ করছে, তাতে তাদের দাবি, পরের লোকসভা নির্বাচনের আগে সেটা করে ফেলা খুব একটা অসম্ভব কিছু নয়!

এত পর্যন্ত পড়ে এই পরিকল্পনাকে অনেকটা ভবিষ‌্যৎ দেখতে পাওয়ার মতো কোনও যন্ত্র আবিষ্কারের গবেষণার গল্প বলে মনে হতে পারে। কিন্তু সবটাই হচ্ছে, হচ্ছে বাস্তবিকই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে দ্রুত এ নিয়ে কাজ করছে আইএসআই। তাদের তথ‌্য বলছে, লন্ডনে এমন এক সফটওয়ার এই মুহূর্তে কাজ করছে, যা সরাসরি সম্প্রচারের মুহূর্তে বলা সব কটি শব্দ আঞ্চলিক ভাষায় কোনও শব্দের ভাষান্তর করে দিতে পারে, তৎক্ষণাৎ। লন্ডনের পাশাপাশি গোটা ইউরোপের প্রতিটি ভূখণ্ডের নানা প্রদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের জন‌্য সেই সফটওয়ার কাজ করছে। তার নাম ‘টাইগার’। কিন্তু নরেন্দ্র মোদি চান স্বদেশি জিনিস, স্বদেশি সফটওয়ার। যা বাংলা, হিন্দি, তামিলের মতো দেশের স্বীকৃত ২২টি আঞ্চলিক ভাষায় সরাসরি সম্প্রচার করে দেবে মোদির ‘মনের কথা’।

Advertisement

আইএসআইয়ের লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিট এ নিয়ে দিনরাত এক করে কাজ করে চলেছে। ইউনিটের প্রধান অধ‌্যাপক ড. নীলাদ্রিশেখর দাসের কথায়, “২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আইএসআইয়ের হাতে খুব বেশি সময় ছিল না। বেশি তাড়াহুড়োয় এ জিনিস করাও কঠিন। আমরা অনেকটা চেষ্টা করেছিলাম। কিন্তু আরও সময় দেওয়ার দরকার ছিল।” কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পরিস্থিতি বুঝে আরও সময় দিয়েছে আইএসআইকে। নীলাদ্রিশেখরবাবু জানাচ্ছেন, তাড়াহুড়ো করলে সরাসরি সম্প্রচারের সময় ‘অটো ট্রান্সলেশন’-এর মতো এই কঠিন কাজ হবে না। কারণ, মনে রাখতে হবে প্রধানমন্ত্রী যখন দেশবাসীর সঙ্গে কথা বলছেন, তখন তাঁর মনের কথা মনের আবেগ দেশের মানুষের সামনে রাখছেন। একজন মানুষ যা যা শব্দ প্রয়োগ করেন, তার পিছনে সেই আবেগও বেরিয়ে আসে। ফলে একেকটা শব্দের একেকরকম প্রয়োগমূলক অর্থ হয়। আইএসআই তাড়াহুড়ো করে প্রধানমন্ত্রীর সেই আবেগের জায়গাটায় ভুল করতে চায় না। শিক্ষামন্ত্রকও সেটা জানে। সেই কারণেই তারা সময় দিচ্ছে।

প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ সরাসরি সম্প্রচার হয় গোটা দেশের মানুষের কাছে। কখনও মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন মোদি। ভোটের সময় এই অনুষ্ঠানগুলিতে বিশেষ আকর্ষণ থাকে। অনেক সময় মোদির বলা গুরুত্বপূর্ণ একাধিক কথা লোকসভা নির্বাচনে ভোটের বাক্সেও প্রভাব ফেলে। যে ফসল ঘরে তোলে গেরুয়া শিবির। তবে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আইএসআইয়ের পরিশ্রমের কিছুটা সুফল সামনে আসবে? লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিটের প্রধান জানাচ্ছেন, “ওই সময় কিছুটা হলে হতেও পারে। আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। কিন্তু প্রধানমন্ত্রী যা যা বলবেন, তার সবটা ঠিক ঠিক সরাসরি সম্প্রচারের সময় অনুবাদ করতে হলে যে পাহাড়প্রমাণ পরিশ্রম দরকার তার জন‌্য আরও অন্তত বছর চারেক সময় লাগবেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement