সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, দিনভর মোবাইলেই মগ্ন অধিকাংশ। শুধু ফেসবুক নয়, বর্তমানে ইনস্টাগ্রামেও দিনের অনেকটা সময় কাটান কম-বেশি সকলেই। স্টোরির মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করে নেন নিজেদের প্রিয় মুহূর্ত। তৈরি করেন রিল ভিডিও। সেই ব্যবহারকারীদের জন্য এবার নতুন ফিচার আনছে মেটার আওতাধীন ইনস্টাগ্রাম (Instagram)।
ইনস্টাগ্রাম রিল ভীষণভাবে পছন্দ করেছে ব্যবহারকারীরা। তাবড় তাবড় তারকারাও নিয়মিত রিল ভিডিও করেন। তা চুটিয়ে উপভোগ করেন সকলে। কিন্তু ভিডিও অর্থাৎ ছবি অথবা ভিডিওর সঙ্গে পছন্দের গান জুড়ে তা ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করা যায় না। ব্যবহারকারীদের জন্য এবার সেই ফিচারই আনছে ইনস্টাগ্রাম। সংস্থার তরফে জানানো হয়েছে, এবার ছবি অথবা ভিডিওতেও পছন্দ মতো মিউজিক জুড়তে পারবেন ব্যবহারকারীরা।
নিশ্চয়ই ভাবছেন কীভাবে? ছবি অথবা ভিডিওর সঙ্গে গান জুড়তে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
Seems like new! #Instagram lets you add music to a PHOTO! (not Reel)
Is this new @MattNavarra ? pic.twitter.com/iFr3Bkd2Km
— (@eskoosme) November 19, 2021
নতুন এই ফিচার ব্যবহারকারীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থা। উল্লেখ্য, কিছুদিন আগে নতুন সেলফি ভিডিও ফিচার এনেছে ইনস্টাগ্রাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.