ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ইনস্টাগ্রাম ইউজার? মাঝেমধ্যেই IGTV-তে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকেন? বিশেষ করে নানা বিষয় নিয়ে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করার অভ্যেস রয়েছে? তাহলে জেনে রাখুন। এ মাস থেকেই আর এই সুবিধা আপনাকে দেবে না ইনস্টাগ্রাম!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। কারণ চিরতরে IGTV অ্যাপটির সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছে ফেসবুকের অন্তর্ভূক্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram)। না, কোনও গুঞ্জন নয়, কোম্পানির তরফেই সোমবার এ খবর নিশ্চিত করা হয়েছে। IGTV প্ল্যাটফর্মে বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায় অনায়াসেই। এই প্ল্যাটফর্মে কোনও ছবির ট্রেলার থেকে রান্নার রেসিপি কিংবা কোনও তারকার সাক্ষাৎকার দেখা যায় অনায়াসেই। ভার্টিক্যাল বা হরাইজন্টাল- দুই ধরনের ভিডিওই সাপোর্ট করে এই প্ল্যাটফর্ম। তাহলে কেন IGTV বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে ইনস্টাগ্রাম?
সংস্থার তরফে বলা হয়েছে, “IGTV না থাকলে ইনস্টাগ্রামের ফিচারগুলি বোঝা ও ব্যবহার করা ইউজারদের পক্ষে আরও সহজ হয়ে যাবে। আগামিদিনে ইনস্টাগ্রাম অ্যাপের ভিডিওই আরও উন্নততর করার দিকে নজর দেওয়া হবে।” উল্লেখ্য, ইউটিউবকে টেক্কা দিতে ২০১৮ সালের জুনে IGTV অ্যাপের সঙ্গে গাঁটছড়া বাঁধে ইনস্টাগ্রাম। যেখানে ইউটিউবের মতোই দীর্ঘ সময়ের ভিডিও আপলোড করা যেত। কিন্তু অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়েছে Reels। তাই IGTV অ্যাপ ভুলে Reels-এই মন দিচ্ছে ইনস্টাগ্রাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.