Advertisement
Advertisement
Instagram

একটানা Instagram করছেন? ‘টেক এ ব্রেক’ বলবে অ্যাপই, এল নতুন ফিচার

কীভাবে ব্যবহার করা যাবে এই ফিচার?

Instagram launches 'Take a Break' feature in India for users
Published by: Paramita Paul
  • Posted:February 5, 2022 4:15 pm
  • Updated:February 5, 2022 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া জীবনের অঙ্গ। কাজের ফাঁকে কিংবা কাজের মাঝে ফেসবুক, ইনস্টা, টুইটারে চোখ না বোলালে চলে না। খুব বেশিক্ষণ সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকলে এখন তো আবার নেটিজেনরা তো ‘ফোমো’তে (ফিয়ার অফ মিসিং আউট) ভোগেন। তবে তাঁরা ভুলে যান, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর প্রভাব পড়তে পারে শরীরে। আর ইউজারের সেই ক্ষতি রুখতে সক্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম। আনছে নতুন ফিচার। কী থাকছে সেখানে?

টানা বেশকিছুক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করার পর প্রয়োজন হয় বিরতির। কিন্তু নতুন নতুন পোস্ট, নো রিপিট কনটেন্ট, মিম কিংবা চকচকে ইন্টারফেসের দৌলতে সেই বিরতি নেওয়া হয়ে ওঠে না। টানা আধ-একঘণ্টা ইনস্টাগ্রামে কাটিয়ে ফেলেন ইউজাররা। এবার সেই বিরতি নেওয়ার কথা বলতে আসবে পপ আপ নোটিফিকেশন। আরজি জানানো হবে বিরতি নেওয়ার।

Advertisement

 

[আরও পড়ুন: লিভার ভাল রাখতে প্রয়োজন নেই ওষুধের, রোজ পাতে রাখুন এই খাবারগুলি]

কীভাবে জানানো হবে বিরতির আরজি?

  • কোনও ইউজার একটানা আধঘণ্টা তার বেশি সময় ইনস্টাগ্রাম ব্যবহার করলে আর্টিফিশিয়াল ইনটালিজেন্সের মাধ্যমে পপ আপ নোটিফিকেশন আসবে।
  • সেখানেই জানানো হবে এবার বিরতি নেওয়া প্রয়োজন। কারণ একটানা অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন।
  • তবে এই ফিচার ব্যবহার করার জন্য আগে থেকে তা অন করতে হবে ইউজারদের। তাঁরা এই ফিচার অন না করলে পপ আপ নোটিফিকেশন মিলবে না।
  • কতক্ষণ ব্যবহারের পর বিরতি নেওয়ার নোটিফিকেশন আসবে, তাও ঠিক করতে পারবেন ইউজাররা।
  • ১০, ২০ নাকি ৩০ মিনিট টানা ব্যবহারের পর এই নোটিফিকেশন আসবে, তাও আগে থেকে নির্ধারণ করে ফেলা যাবে।

উল্লেখ্য, নভেম্বর মাসেই এই ফিচার চালু করার কথা ছিল। কিন্তু ৩ মাস পর তা চালু করা হল।

[আরও পড়ুন: লিভার ভাল রাখতে প্রয়োজন নেই ওষুধের, রোজ পাতে রাখুন এই খাবারগুলি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement