সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া জীবনের অঙ্গ। কাজের ফাঁকে কিংবা কাজের মাঝে ফেসবুক, ইনস্টা, টুইটারে চোখ না বোলালে চলে না। খুব বেশিক্ষণ সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকলে এখন তো আবার নেটিজেনরা তো ‘ফোমো’তে (ফিয়ার অফ মিসিং আউট) ভোগেন। তবে তাঁরা ভুলে যান, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর প্রভাব পড়তে পারে শরীরে। আর ইউজারের সেই ক্ষতি রুখতে সক্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম। আনছে নতুন ফিচার। কী থাকছে সেখানে?
টানা বেশকিছুক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করার পর প্রয়োজন হয় বিরতির। কিন্তু নতুন নতুন পোস্ট, নো রিপিট কনটেন্ট, মিম কিংবা চকচকে ইন্টারফেসের দৌলতে সেই বিরতি নেওয়া হয়ে ওঠে না। টানা আধ-একঘণ্টা ইনস্টাগ্রামে কাটিয়ে ফেলেন ইউজাররা। এবার সেই বিরতি নেওয়ার কথা বলতে আসবে পপ আপ নোটিফিকেশন। আরজি জানানো হবে বিরতি নেওয়ার।
কীভাবে জানানো হবে বিরতির আরজি?
উল্লেখ্য, নভেম্বর মাসেই এই ফিচার চালু করার কথা ছিল। কিন্তু ৩ মাস পর তা চালু করা হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.