প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপেডট হচ্ছে ইনস্টাগ্রাম। ইউজারদের জন্য আকর্ষণীয় একটি ফিচার যোগ হতে চলেছে এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবার ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হবে ইউজারদের। ব্যাপারটা ঠিক কী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
জানা যাচ্ছে, মেটার অন্তর্গত এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের একটি ফিচার। যার মাধ্যমে স্টোরি আপলোড করেও লুকিয়ে রাখা যাবে। সেই স্টোরি দেখতে হলে ফলোয়ারকে ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ করতে হবে। আপনি অনুমতি দিলে তবেই সেই স্টোরিটি দেখতে পাবেন ফলোয়াররা। অর্থাৎ আপনার স্টোরি কে দেখবে না দেখবে, তা সম্পূর্ণ ভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এবার নিশ্চয়ই জানতে চাইবেন, কীভাবে এই স্টোরি আপলোড করতে হবে! স্টোরি তৈরি করার সময় সবার আগে ক্লিক করতে হবে স্টিকার আইকনে। সেখানেই খুঁজে পাবেন রিভিল নামের আইকনটি। সেটি সিলেক্ট করে নিলে স্টোরি সংক্রান্ত বিষয়টি সেখানে উল্লেখ করতে পারবেন। যাতে আপনার ব্লার স্টোরির আড়ালে কী লুকিয়ে রয়েছে, তার একটা ইঙ্গিত পাবেন আপনার ফলোয়াররা। এই স্টোরি ইউজাররা কীভাবে দেখতে পাবেন, তা জানা যাবে স্ক্রিনের বাঁ-দিকের নিচে একটি প্রিভিউ আইকন থেকে। আপনি সেই প্রিভিউ-তে ক্লিক করে দেখে নিতে পারবেন ইউজারদের কাছে আপনার স্টোরিটি কীভাবে শো করবে। তবে স্টোরিটি দেখতে ইউজারদের ডিএম করতে হবে।
সোশাল মিডিয়া বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল ক্রিয়েটাররা এর মাধ্যমে লাভবান হবেন। কারণ এতে ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন তাঁরা। সব মিলিয়ে স্টোরি আপলোড যে আরও আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.