Advertisement
Advertisement

Breaking News

Indian Railways

নতুন নতুন স্টেশনের নামই অজানা! টিকিট কাটতে হয়রান যাত্রীরা, উপায় বাতলে দিল রেল

শুক্রবার থেকেই এই পরিষেবা চালু করেছে আইআরসিটিসি।

Indian Railways eases ticket booking process for passengers | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 21, 2023 6:07 pm
  • Updated:July 21, 2023 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। এখন অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ করে দিল ভারতীয় রেল। কারণ এখন থেকে আপনার গন্তব্যের আশপাশের জায়গাগুলির অপশনও ভেসে উঠবে আপনার স্ক্রিনে। তাই নিজের গন্তব্য স্থানটি বোঝাতে পারলে তার সবচেয়ে কাছাকাছি স্টেশনটি নিজেই বুঝে নেবে রেল (Indian Railways)।

বিষয়টি আর একটি খোলসে করে বলা যাক। ধরুন কোনও যাত্রী বৈষ্ণো দেবী কিংবা বদ্রীনাথ কিংবা খাটুশ্যাম অথবা নয়ডা যেতে চান। আইআরসিটিসি’র (IRCTC) অ্যাপে এই নামগুলি দিয়ে সার্চ করলেই নিকটতম স্টেশনটি আপনাকে শো করবে। তাই সঠিক স্টেশনের নাম না জানলেও এখন সমস্যা হবে না।

Advertisement

[আরও পড়ুন: মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর কথা আগেই জেনেছিল জাতীয় মহিলা কমিশন! তুঙ্গে বিতর্ক]

এখানেই শেষ নয়, এই অ্যাপে আরও একটি সুবিধা পাবেন রেলযাত্রীরা। বর্তমানে অনেক স্টেশনের নাম বদলে গিয়েছে। তাই নতুন নতুন সব নাম এখনও জেনে উঠতে পারেননি অনেকেই। ১৭৫টি শহরের মোট ৭২৫টি এমন জায়গার স্টেশনকে চিহ্নিত করেছে রেল। ধরুন, রানি কমলাপতি স্টেশনের পুরনো নাম ছিল হাবিবগঞ্জ। নতুন নামটি আপনার জানা নেই। সেক্ষেত্রে আপনি ভোপাল লিখলে সেখানকার স্টেশনের নামগুলি আপনাকে দেখাবে। সেই মতোই আপনার গন্তব্য বেছে নিতে পারবে আইআরসিটিসি। যাঁরা অনলাইনে টিকিট কাটবেন, তাঁরাই অবশ্য এই সুবিধা পাবেন। টিকিটের ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপে আপনার বুকিংয়ের বিস্তারিত তথ্য দেখাবে।

রেলের তরফে এক আধিকারিক জানান, আজ, শুক্রবার থেকেই এই পরিষেবা চালু করেছে আইআরসিটিসি। পুজোর কয়েক মাস আগে এমন পরিষেবায় যাত্রীদের সুবিধা হবে বলেই আশা রেলের।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করেছিলেন, শেখ নূর আমিনের আসল পরিচয় কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement