Advertisement
Advertisement

Breaking News

Aadhaar

১০ বছর পেরিয়েছে আধারের মেয়াদ? জেনে নিন বিনা খরচে আপডেটের পদ্ধতি

১৪ সেপ্টেম্বর পর্যন্ত আধার আপডেট করা যাবে বিনামূল্যে।

Indian govt says it is important to update Aadhaar card every 10 years

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:September 3, 2024 8:02 pm
  • Updated:September 3, 2024 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি দশ বছর অন্তর আধার কার্ড আপডেট করার আর্জি জানিয়েছে কেন্দ্র। গত জুনে বিনামূল্যে আধারের তথ‌্য আপডেট করার সময়সীমা বৃদ্ধি করেছিল প্রশাসন। শেষবার চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। পরে তা বাড়িয়ে ১৪ জুন করা হয়েছিল। এর পর তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। অর্থাৎ আর মাত্র কয়েকদিন এই সুযোগ মিলবে।

প্রসঙ্গত, আধারে নিজের ঠিকানা এবং অন‌্যান‌্য তথ‌্য যাতে সঠিকভাবে আপডেট রাখতে পারেন মানুষ, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। বিনামূল্যে আপডেটের সময়সীমা বাড়ানোর সময় ইউআইডিএআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আধার তথ‌্য আপডেট করা এবং তার সাহায্যে সমস্ত রকম সরকারি ও অন‌্যান‌্য পরিষেবা নিরবচ্ছিন্নভাবে পেতে পারেন তা সুনিশ্চিত করাই কেন্দ্রের লক্ষ‌্য। সেই কারণেই এই সময় বৃদ্ধি। তবে ওই তারিখের পরও আধার আপডেট করা যাবে। তবে সেজন্য খরচ পড়বে ৫০ টাকা।

Advertisement

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

জেনে নিন ধাপগুলি:
https://myaadhaar.uidai.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন।

এবার নিজের আধার নম্বর দিন।

আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে ওটিপি।

এবার আপনার প্রোফাইলে ঢুকে দেখে নিন ঠিকানা-সহ সমস্ত তথ্য কী রয়েছে।

যদি কোনও তথ্য আপডেট করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে যথাযথ ডকুমেন্ট টাইপটি বেছে নিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করুন। সেটি JPEG, PNG অথবা PDF যে কোনও ফরম্যাটে থাকতে পারে। তবে কখনওই যেন ফাইলের সাইজ ২ এমবির বেশি না হয়।
আপডেট রিকোয়েস্ট জমা পড়লে আপনি একটি এসআরএন (সার্ভিস রিকোয়েস্ট নম্বর) পাবেন। এই নম্বরটি নিজের কাছে রেখে দিন। আপডেট সম্পর্কে জানতে হলে এই নম্বরটি দিয়েই ট্র্যাক করা যাবে।

[আরও পড়ুন: ‘অনেকটা পথ বাকি…’, ধর্ষণ বিরোধী বিল নিয়ে ডেরেকের পোস্টে রবার্ট ফ্রস্টের কবিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement