Advertisement
Advertisement

Breaking News

ChatGPT

ভারতের বাজারেই সবচেয়ে দ্রুত বাড়ছে চ্যাটজিপিটি! দাবি খোদ ‘ওপেনএআই’ কর্তার

স্যাম অল্টম্যানও আগের দিনই এমন দাবি করেছিলেন।

India is our fastest growing ChatGPT market
Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2025 4:09 pm
  • Updated:April 5, 2025 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক বছর আগেও ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটা ছিল কল্পবিজ্ঞানেরই অংশ। কিন্তু কে জানত ভারতীয় বাজারে অল্প সময়েই দাপিয়ে বেড়াবে এআই বট! গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। খুব দ্রুতই সে মন জয় করেছে সকলের। এবার সে দ্রুত ভারতে জনপ্রিয় হতে শুরু করেছেন। ভারতীয় আমজনতার সৌজন্যে চ্যাটজিপিটি মার্কেট সবচেয়ে দ্রুত ডালপালা ছড়াচ্ছে ভারতেই! এমন দাবি খোদ ‘ওপেনএআই’ কর্তার।

সম্প্রতি স্টুডিও জিবলির ছবিতে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া। আর সেই কারণে চ্যাটজিপিটির দ্বারস্থ হয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে ‘ওপেনএআই’-এর মুখ্য অপারেটিং অফিসার ব্র্যাড লাইটক্যাপ এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘গত মঙ্গলবার থেকে ধরলে ১৩০ মিলিয়নেরও বেশি মানুষ ৭০০ মিলিয়নের চেয়েও বেশি ছবি জেনারেট করেছেন চ্যাটজিপিটি থেকে। এই মুহূর্তে ভারতই আমাদের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা বাজার।’

Advertisement

বলে রাখা ভালো, সংস্থার সিইও স্যাম অল্টম্যানও আগের দিনই এমন দাবি করেছিলেন। সোশাল মিডিয়ায় তিনিও লিখেছিলেন, ‘ভারত বিশ্বের বাজারকে ছাপিয়ে যাচ্ছে।’ এমনকী নিজের ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত ছবিও শেয়ার করেছিলেন তিনি।

প্রসঙ্গত, প্রথম থেকেই বিতর্ক ঘনিয়েছে চ্যাটজিপিটিকে ঘিরে। ওয়াকিবহাল মহলের একাংশ বলতে থাকে, অচিরেই এই চ্যাটবট চাকরি কাড়বে বহু মানুষের। এমন কথা কার্যত মেনেও নেন ওপেনএআই সংস্থার সিইও স্যাম অল্টম্যান। এদিকে অসংলগ্ন আচরণের অভিযোগও উঠেছিল। কিন্তু সেই সব প্রতিকূলতাকে অতিক্রম করে ক্রমেই আরও জনপ্রিয় হয়েছে চ্যাটজিপিটি। কিন্তু এবার জিবলির সৌজন্যে দ্রুত জনপ্রিয়তার পারদ বাড়তে শুরু করেছে চ্যাটবটটির। আর তা ভারতের বাজারেও প্রসারিত করে ফেলেছে নিজেকে। আগামিদিনে তা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement