ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপেলের গ্যাজেট ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র। সরকারের অধীনস্থ ICERT জানিয়েছে, অ্যাপল গ্যাজেটগুলো থেকে খুব সহজেই তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এছাড়াও গ্যাজেটের মধ্যে নানাধরনের ভাইরাসও ইনস্টল করে দিতে পারে হ্যাকাররা। তাই আইফোন, অ্যাপেল ওয়াচের মতো প্রোডাক্টের ব্যবহারকারীদের সতর্ক করেছে কেন্দ্র সরকার।
জানা গিয়েছে, আইফোন ইউজারদের প্রলোভন দেখিয়ে কোনও সন্দেহজনক লিঙ্কে ঢুকতে বাধ্য করে হ্যাকাররা। সেখান থেকেই ওই নির্দিষ্ট ফোনের সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার পথ খুলে যায়। ফোনের মধ্যে থাকা যাবতীয় তথ্য নাড়াচাড়া করারও সুযোগ পেয়ে যায় হ্যাকাররা। এমনকি ম্যালওয়ারের মতো ভাইরাসও ইনস্টল করে দেওয়া যায় ওই লিঙ্কের মাধ্যমেই।
কীভাবে সাবধান থাকবেন অ্যাপেল গ্যাজেট ইউজাররা? কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে iOS, watchOS, tvOS বা macOS-এ আপডেট করে নিতে হবে তাঁদের। কেন্দ্রের ওয়েবসাইট থেকেও লিঙ্ক নিয়ে আপডেট করা যেতে পারে এই গ্যাজেটগুলো। হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য অবিলম্বে গ্যাজেট আপডেট করুন, ইউজারদের নির্দেশিকা কেন্দ্রের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.