সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বাড়ল আধার কার্ড ও ভোটার আইডি সংযুক্তিকরণের সময়সীমা। বুধবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ভোটার ও আধার লিংকের সময় পাবেন ভারতীয়রা। এর সময়সীমা ছিল পয়লা এপ্রিল, ২০২৩।
এর আগে একাধিকবার আধার (Aadhaar card) ও ভোটার আইডি লিংক করার সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে। কারণ নির্ধারিত সময়ে অনেকেই এই কাজ করে উঠতে পারেননি। আর সেই কারণে এবার সময় আরও বাড়ল। SMS-এর মাধ্যমে অনায়াসেই এই দু’টি কার্ড সংযুক্ত করা যাবে। যদিও কেন্দ্র জানিয়েছে, এই সংযুক্তিকরণ আবশ্যিক নয়। অর্থাৎ দুটি কার্ড লিংক না করলে আপনার কোনও পরিষেবায় তার প্রভাব পড়বে না।
২০২১ সালের ডিসেম্বর লোকসভায় আধার ও ভোটার আইডি (Voter ID) সংযুক্তিকরণের আইন পাশ হয়েছিল। তারপর থেকেই দুটি কার্ড লিংক করতে বলা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক কীভাবে অনলাইনে আধার ও ভোটার কার্ড সংযোগ করবেন।
আধার ও ভোটার আইডি সংযুক্তিকরণের সময়সীমা বাড়লেও এখনও আধার ও প্যান কার্ড সংযোগের তারিখ বাড়ানো হয়নি। কেন্দ্র জানিয়েছিল, ২০২২ সালের ৩১ জুনের আগে যারা আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করাননি, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে এই সংযুক্তিকরণ করাতেই হবে। তা না করলে ৩১ মার্চের পর অকেজো হয়ে যাবে প্যান কার্ড (Pan Card)। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই সংযুক্তিকরণের জন্য ১ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। যার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন অধীর চৌধুরী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.