সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day 2023) উদযাপনের জন্য সেজে উঠেছে গোটা দেশ। ১৫ আগস্ট সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে পালিত হবে দিনটি। ইচ্ছে হলে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন আপনিও। অনলাইনেই কেটে নিতে পারবেন টিকিট। চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
১৫ আগস্ট সকালে প্রথমে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেবে সেনা ও দিল্লি পুলিশ। এরপর লালকেল্লায় হবে পতাকা উত্তোলন অনুষ্ঠান। জাতীয় সংগীত গেয়ে এবং গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানানো হবে স্বাধীনতা সংগ্রামীদের। সাংস্কৃতিক-সহ নানা অনুষ্ঠানের পর তেরঙ্গা বেলুন উড়িয়ে দেওয়া হবে ‘স্বাধীন’ আকাশ। আর এহেন দিনে সামনে বসে কুচকাওয়াজ দেখা নিঃসন্দেহে যে কোনও ভারতীয়র কাছে গর্বের। জানা গিয়েছে, লালকেল্লার পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের অন্তত ১৮০০ অতিথি। আপনিও যদি সেই মুহূর্তের অংশীদার হতে চান তাহলে এখনই টিকিট কেটে ফেলুন।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। তবে আপনাকে টিকিট হাতে সাড়ে ৮টার মধ্যে পৌঁছে যেতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.