Advertisement
Advertisement

Breaking News

PAN-Aadhaar

প্যান-আধার সংযুক্তিকরণের মেয়াদ শেষ, এবার উপায়? সাহায্যের হাত বাড়াল আয়কর বিভাগ

৩০ জুন প্যান ও আধারের সংযুক্তিকরণের মেয়াদ শেষ হয়েছে।

Income Tax Department Comes Out To Help on PAN-Aadhaar Linking | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 1, 2023 9:52 am
  • Updated:July 1, 2023 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল, অর্থাৎ ৩০ জুন প্যান ও আধারের সংযুক্তিকরণের মেয়াদ শেষ হয়েছে। তবে শেষ মুহূর্তে একসঙ্গে বহু মানুষ সংযুক্তিকরণ করানোর ক্ষেত্রে চালান পাওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। তবে সাধারণের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল আয়কর বিভাগ। প্যান-আধার যোগে কীভাবে পেমেন্ট করবেন, টুইট করে সেই পদ্ধতিতে তুলে ধরা হল।

নির্ধারিত সময়ের পর প্যান ও আধার কার্ড লিংক (Aadhaar-PAN linking) করলে গুনতে হবে জরিমানা। স্পষ্ট জানিয়ে দিয়েছিল কেন্দ্র। সেই মতোই সমস্ত পরিষেবা পেতে ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তিকরণের জন্য আলাদা করে পেমেন্ট করতে হচ্ছিল প্রত্যেককেই। এরই মধ্যে শোনা যায়, সংযুক্তিকরণের মেয়াদ ফের বাড়াতে চলেছে আয়কর বিভাগ। কিন্তু শেষমেশ তেমনটা হয়নি। তবে প্যান ও আধার লিংক করেও যাঁরা পেমেন্ট আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন, তাঁদের পাশে দাঁড়াল আয়কর বিভাগ।

Advertisement

[আরও পড়ুন: এলেন, দেখলেন, জয় করলেন! ডায়মন্ড লিগে ফের সেরার সেরা নীরজ চোপড়া]

টুইট করে আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, যাঁরা প্যান ও আধার কার্ড লিংক করার জন্য পেমেন্ট দেওয়ারও পরও চালান ডাউনলোড করতে পারছেন না, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। আয়কর বিভাগের পোর্টালে লগ ইন করে e-pay tax ট্যাপে গিয়ে চালানের স্টেটাস দেখে নেওয়া যাবে। যদি দেখেন পেমেন্ট হয়ে গিয়েছে, তাহলে প্যানের সঙ্গে আধার সংযোগ করে নিতে পারবেন।

পাশাপাশি এও জানানো হয়, প্যান ও আধার লিংকের জন্য আলাদা করে চালান রিসিপ্ট ডাউনলোড করার প্রয়োজন নেই। কারণ পেমেন্টের পর দুই পরিচয়পত্রের সঠিক ভাবে সংযুক্তিকরণ হয়ে গেলে ই-মেল মারফত চালানের একটি কপি পৌঁছে যাবে। ৩০ জুনের মধ্যে যাঁরা পেমেন্ট করেছেন, অথচ সংযুক্তিকরণ আটকে রয়েছে, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: কোচবিহারে লাগাতার অশান্তি, রাজ্যপালকে নালিশ জানাতে সার্কিট হাউসে নিশীথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement