Advertisement
Advertisement
ICC World Cup 2023

ইডি’র তল্লাশির মাঝেই ভারত-পাক ম্যাচে বেটিংয়ের প্রচারে মহাদেব অ্যাপ, তুঙ্গে বিতর্ক!

ইডির রক্তচক্ষুর সামনেও মাথানত করছে না মহাদেব অ্যাপ।

ICC World Cup 2023: Mahadev online betting app opens line for India-Pakistan match | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 14, 2023 1:15 pm
  • Updated:October 14, 2023 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) কড়া নজরে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছে গ্রুপটি। যে কারণে এই বেটিং চক্রের সঙ্গে যুক্তদের বাড়ি এবং অফিসে হানা দিয়েছে ইডি। এমন বিতর্কের মাঝেও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে এই অ্যাপে বেটিং করা যাচ্ছে।

শনিবার বিশ্বকাপের (ICC World Cup 2023) মহারণে মুখোমুখি রোহিত শর্মা ও বাবর আজমরা। এমন হাইভোল্টেজ ম্যাচে বিভিন্ন অনলাইন অ্যাপেই বেটিংয়ের রমরমা শুরু হয়েছে। তবে ইডির রক্তচক্ষুর সামনেও মাথানত করেনি মহাদেব অ্যাপ। ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে নিজেদের অ্যাপের প্রচার চালিয়ে যাচ্ছে এই গ্রুপ। সেখানেই দেখা যাচ্ছে, এই অ্যাপের মাধ্যমে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে ক্রিকেটপ্রেমীদের বেটিংয়ের আহ্বান জানানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে সম্মতি বোসের, পুজোর আগে ৭১ জন বন্দিকে মুক্তির সিদ্ধান্ত]

এই মহাদেব অ্যাপের বিজ্ঞাপন করার জন্য ইতিমধ্যেই ইডি তলব করেছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা-সহ বলিউডের বেশ কয়েকজন তারকাকে। জানা গিয়েছে, এই মহাদেব গ্রুপের সঙ্গে যোগসূত্র রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। এই গ্রুপের ছত্রছাতায় গোটা বিশ্বে অন্তত ৬০টি বেআইনি বেটিং অ্যাপ অ্যাকটিভ রয়েছে বলে খবর। ছত্তিশগড়ের সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পল মূলত অ্যাপগুলির চালানোর দায়িত্বে আছেন। বেটিং থেকে প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকা আয় তাঁদের।

ভারত-পাক ম্য়াচে বেটিংয়ের জন্য এই গ্রুপের আওতায় থাকা ফেয়ার প্লে, রেড্ডি আন্না এবং খেলো ইয়ার অ্যাপগুলি ক্রিকেটপ্রেমীদের ব্যবহার করতে বলা হচ্ছে। তবে হাজারো বিতর্কের মধ্যেও কীভাবে বেটিংয়ের প্রচার চালানো হচ্ছে, তা ফের খতিয়ে দেখা হবে বলেই জানা গিয়েছে।

[আরও পড়ুন: বিছানার নিচে লুকিয়ে নগদের পাহাড়! আয়কর হানায় উদ্ধার অন্তত ৪২ কোটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement