সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট জ্বরে ভুগছে গুগলও (Google)। বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগেই একেবারে খোলনলচে বদলে গেল সাইটটির। নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছে গুগলের হোম পেজ। শুধু ডুডল নয়, মেগা টুর্নামেন্টের জন্য নিজেদের লোগোও পালটে ফেলেছে সংস্থাটি। গুগলের নামের পাশে দেখা যাচ্ছে একটি ক্রিকেট ব্যাটও। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল দুই দল।
১২ বছর পর ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসেছে। বৃহস্পতিবার থেকে ট্রফির লড়াইয়ে নেমে পড়েছে ১০ দেশ। মেগা টুর্নামেন্টের শুরুর দিনেই বিশেষ ডুডল তৈরি করল গুগল। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ উপলক্ষে অ্যানিমেটেড ডুডল (Google Doodle) তৈরি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাঠে নেমে ক্রিকেট খেলছে দুটি হাঁস। ব্যাট হাতে ক্রিজ ছেড়ে রান নেওয়ার জন্য একেবারে তৈরি তারা। রান নেওয়ার জন্য দৌড়ও শুরু করে দিয়েছে এক প্রান্তের হাঁস।
ডুডলের পাশাপাশি হোম পেজটিও বেশ খানিকটা পালটে ফেলেছে গুগল। সংস্থার ইংরাজি বানানের মধ্যেও রাখা হয়েছে ক্রিকেটের ছোঁয়া। গুগল নামের বানানে একটি O রাখা হয়েছে ক্রিকেট বলের আদলে। L অক্ষরটি বানাতে ব্যবহার করা হয়েছে ক্রিকেট ব্যাট। এছাড়াও সার্চ বারের পাশেই দেখা যাচ্ছে একটি ব্যাট ও বলের ছবিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.