Advertisement
Advertisement

Breaking News

বাজারে এল ইউনিক ফিচার সমৃদ্ধ Huawei G9 Plus

ইউনিক ফিচার সমৃদ্ধ এই মডেলটির দাম কত?

Huawei G9 Plus With 16-MP Rear Cam, Snapdragon 625 SoC Launched
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 6:25 pm
  • Updated:June 18, 2019 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei৷ সম্প্রতি চিনে বিক্রি শুরু হল G9 Plus হ্যান্ডসেটটির৷ গোল্ডেন, সিলভার ও রোজ কালারের তিনটি হ্যান্ডসেটই ক্রেতাদের পছন্দ হবে বলে দাবি করেছে সংস্থাটি৷

এই মডেলটি সংস্থার ফ্ল্যাগশিপ মডেল৷ অর্থাৎ, এই মডেলকে সামনে রেখেই Huawei তাদের সেলস রিপোর্টকে সমৃদ্ধ করবে৷ এটি একটি মেটাল ডিজাইনের হ্যান্ডসেট, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ১৬ এমপি রিয়ার ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ এই মডেলে এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে৷ Huawei G9 Plus হ্যান্ডসেটে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে৷ সঙ্গে ২ গিগাহার্ৎজ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ও ৪ জিবি র‍্যাম৷ ডুয়াল সিমের এই হ্যান্ডসেটে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় ২৬,২০০ টাকা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement