Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

বাড়িতে বসেই সাক্ষী হতে পারবেন রামমন্দির উদ্বোধনের, জেনে নিন পদ্ধতি

সোমবার সকাল ৭ টায় অযোধ্যায় শুরু হবে অনুষ্ঠান।

How to watch the live telecast of Ram Mandir Inauguration at home | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 21, 2024 4:34 pm
  • Updated:January 21, 2024 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। সোমবার রামজন্মভূমি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে অনেকেই ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেছেন। তবে যারা যেতে পারবেন না, তাঁরা বাড়িতে বসেই সাক্ষী হতে পারবেন এই বিশেষ মুহূর্তের। জেনে নিন কীভাবে।

দীর্ঘ প্রতীক্ষা এবার অবসানের পথে। আগামিকাল অর্থাৎ সোমবার রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে অযোধ্যায়। যদিও ১৬ জানুয়ারি থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান। সেজে উঠেছে রাম জন্মভূমি। ইতিমধ্যেই আমন্ত্রিতরা অনেকেই পৌঁছে গিয়েছেন। উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিভিন্ন জায়গায় সরাসরি সম্প্রচার দেখানোর। কিন্তু দেশের অন্যপ্রান্তের অনেক বাসিন্দারাই এখনও জানেন না কীভাবে তাঁরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী হবেন। জানা গিয়েছে, ডি ডি ন্যাশনাল ও ডিডি নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। সেখানে দেখা যাবে প্রতিমুহূর্ত সরাসরি অযোধ্যা থেকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘ভগবান বিচার করবেন’, ইডি হেফাজত শেষে জেলে যাওয়ার পথে বললেন শংকর]

জানা গিয়েছে, সোমবার সকাল ৭ টায় অযোধ্যায় শুরু হবে বিভিন্ন অনুষ্ঠান। তখন থেকেই শুরু হবে সরাসরি সম্প্রচার। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ১২ টা বেজে ২০ মিনিটে। শেষ হবে ১ টায়। গোটাটাই দেখা যাবে ডি ডি ন্যাশনাল ও ডিডি নিউজে। তবে এর পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটেও মিলবে প্রতিমুহূর্তের আপডেট ও সরাসরি সম্প্রচার। সংবাদ প্রতিদিন-এর ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখতে পাবেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত।  প্রসঙ্গত, ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি রামমন্দির খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।

[আরও পড়ুন: ‘দেহ নিতে এখানে এসো’, স্ত্রীকে মেসেজের পরই রেললাইনে দক্ষিণ-পূর্ব রেলকর্তার দেহ উদ্ধারে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement